হাজীদের টিকা নিয়ে বাণিজ্য : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ??
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৫ আগস্ট, ২০১৫, ০৬:৪৯:৫২ সন্ধ্যা
সরকার ঘোষিত তারিখ অনুয়ায়ী (৫ই আগষ্ট) আজ থেকে বেসরকারী হাজীদের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কতৃর্পক্ষ এখনও শুরু করতে পারে নি।
অবশ্য আগামীকাল থেকে শুরু হবে। বলছিলাম যথাসময়ে শুরু করতে পারেন নানাবিধ বাণিজ্য করে ফায়দা লুটার জন্য। অন্যান্য বৎসর সকল হজ্জ এজেন্সীর টিকা দেয়ার তালিকা এদিনে টাঙিয়ে দিত। আজ আগষ্ট মাত্র
২৭টি হজ্জ এজেন্সীকে তারিখ দিয়েছে। বাকীদের পর্যায়ক্রমে দেবে বলে জানিয়েছেন। অন্যান্য বছর একসাথে একদিনেই তালিকা প্রদান করা হত।কর্তৃপক্ষের লোক জনাব আবদুর রহমানকে এজন্য সবাই দায়ী করছেন। এর পেছনে রয়েছে বাণিজ্যের ব্যাপার। অনৈতিক লেনদেন করে বড় বড় কাফেলা থেকে টাকা নিয়ে আগে তারিখ দেয়া হয়েছে বলে চট্টগ্রামের এক ভুক্তভোগী বন্ধু জানিয়েছেন।
এবার হজ্জ নিয়ে শুরু থেকেই বিভিন্ন অনিয়ম হচ্ছে তা হাজীদের টিকার ক্ষেত্রে ঘটেছে। অথচ এ টিকা সরকারের কোন অনুদান নয়, বরং হাজীদের টাকা দিয়েই সরকার তা দিচ্ছে। জনাব আবদুর রহমান মোবাইল নং (০১৮২৭-৪৯৮৩২০) বাকীদের তালিকা কখন দেবে তা জানাচ্ছে না। ভুক্তভোগী এজেন্সীগুলো তার বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে এজন্য সরকারের সমালোচনা করছেন হাজীগণ এবং এজেন্টগুলো।
এ ব্যাপারে যদি কেউ জনাব আব্দুর রহমানের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে চান নং উপরে দেয়া হল। টিকার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে হাজী গণ। খবরটি শেয়ার করুন এবং কর্তৃপক্ষের যাতে হুশ ফিরে আসে। আবদুর রহমানকে অনিয়মের ব্যাপারে সতর্ক করার ব্লগার ভাইদের কাছে অনুরোধ রইলো।
=====
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাকে দূর করে স্প্রে করে দিন
এদের তো আল্লাহর ভয়ই নাই। যে হজ্জযাত্রি দের সাথে প্রতারনা করতে পারে সে কতবড় যালিম! শুধু টিকা কেন পুলিশ ভেরিফিকেশন এর নামে যে অর্থ আদায় চলছে সেটা সম্পর্কেও লিখা উচিত।
মন্তব্য করতে লগইন করুন