আলবদর ১৯৭১
লিখেছেন লিখেছেন মোশাররফ মামুন ২৬ মে, ২০১৫, ০৪:৪৮:৪৮ বিকাল
কৌতুহলবশত মুনতাসির মামুনের আলবদর ১৯৭১বইটি পড়ছি। বলতে গেলে এই বইটি একটি 'সচিত্র' তথ্য ভান্ডার। প্রত্যেকটা লাইন যেন AK-47 এর একেকটা গুলি। এর মধ্যে একটা গুলি ছুড়লাম -
"বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান সেনাবাহিনীর পাকিস্তানিকরণ শুরু করেন যা পড়ে এগিয়ে নেন হুসেইন মোহাম্মদ এরশাদ। পাকিস্তানের পলিসি সূচারুরূপে সব পর্যায়ে প্রয়োগের জন্য জেনারেল জিয়াউল হক খুশি হয়ে তাকে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার 'নিশান ই পাকিস্তান' প্রদান করেছিলেন। জেনারেল খাদিম হোসেন রাজা তার আত্মজীবনিতে উল্লেখ করেছেন, ২৬ মার্চ অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় এবং রংপুরে এরশাদ এই অপারেশনে অংশগ্রহণ করেন।"
বিষয়: বিবিধ
৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন