শবে বরাতের রাতে যশোরে কিশোর নিহত

লিখেছেন লিখেছেন নিল রুদ্র ০৩ জুন, ২০১৫, ১১:৪৬:৫৫ সকাল



যশোর প্রতিনিধি: শবে

বরাতের রাতে যশোর

শহরের এক মাজারে

কবর জিয়ারতের

মধ্যেই মারামারিতে

এক কিশোর নিহত এবং

আরও দুজন আহত

হয়েছেন।

কোতোয়ালি থানার ওসি

সিকদার আক্কাস

আলী জানান,

মঙ্গলবার রাত ১২টার

দিকে শহরের কারবালা

কবরস্থানের বোরহান

শাহ মাজারের সামনে এ

ঘটনা ঘটে।

নিহত রায়হান (১৬)

শহরের খালদা রোড

এলাকার গোলাম

রাব্বানির ছেলে।

আহতরা হলেন-

শহরের মোল্লা পাড়া

এলাকার লিটন

হোসেনের ছেলে অমিত

(১৭) ও ঘোপ সেন্ট্রাল

রোড এলাকার

মনিরুজ্জামানের ছেলে

টিটো সুলতান (১৮)।

এদের মধ্যে অমিতকে

চিকিৎসার জন্য

ঢাকায় পাঠানো হয়েছে।

আর টিটো যশোর

জেনারেল হাসপাতালে

চিকিৎসাধীন।

মামুন নামে এক

প্রত্যক্ষদর্শী বলেন,

রাতে মোনাজাত শেষে

মাজার থেকে নামার

সময় কারবালা

কবরস্থানের বোরহান

শাহ মাজারের সামনে

তিনি ৩/৪ জনের মধ্যে

ধস্তাধস্তি হতে

দেখেন। এরপর হঠাৎ

তাদের মধ্যে একজন

আরেকজনকে ছুরি

মারে।

স্থানীয়রা তাদের

ঠেকানোর পর

রক্তাক্ত অবস্থায়

যশোর সদর হাসপাতালে

নেওয়ার পথে রায়হানের

মৃত্যু হয়।

ওই কিশোরেরা ঠিক

কী কারণে

মারামারিতে জড়িয়ে

পড়েছিল- সে বিষয়ে

নিশ্চিত হতে পারেনি

পুলিশ।

তবে কোতয়ালির ওসির

ধারণা, আগের কোনো

বিরোধ নিয়ে বন্ধুদের

মধ্যে মারামারি বেঁধে

থাকতে পারে।

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324331
০৩ জুন ২০১৫ দুপুর ১২:৩১
অবাক মুসাফীর লিখেছেন : Wow! I really appriciate this spirit!! Carry on... Best of luck, bouys..... ..... ......
324332
০৩ জুন ২০১৫ দুপুর ১২:৩৪
আবু জান্নাত লিখেছেন : খবরের উৎস কি?
324335
০৩ জুন ২০১৫ দুপুর ১২:৫১
নিল রুদ্র লিখেছেন : online

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File