পথ-শিশু

লিখেছেন লিখেছেন ইবনে ইলিয়াস ০৪ মে, ২০১৫, ১১:১৬:০৮ রাত



পথশিশু বলে আমি পথে পথে ঘুরি

খোলা আকাশের তলে ঐ ফুটপাতে থাকি

সকাল দুপুর সন্ধ্যা গড়িয়ে হয়ে এলৃঁরাত

অভুক্ত এই শিশুটার দিকে কেউ বাড়ায়নি হাত

পথশিশু বলেকি বলবনা আমারও পৃথিবী ।।

তুমি থাক অট্টালিকায় দুর আকাশের ধারে

তোমার বাবুর জন্মদিনে লাখো কোটি টাকা ঝরে

তোমার স্ত্রীর রূপচর্চা হিরে জহরতের হার

তোমার বাড়ির কুকুরটাও পায় জন্মদিনে উপহার

বিধাতা তোমায় করেনি আমার মত অসহায়

তাই বলোনা তুমি শুধু আমার পৃথিবী ।।

তোমার বাসার খাবারই খাই যখন তা ডাস্টবিন

অভুক্ত কুকুরের সাথে কাটে এই অনাহারির দিন

তুমি কি কভু নিবেনা খোঁজ

যখন আমার থাকেনা ভোজ

আর কতটা দিন কেটে গেলে বাড়াবে তোমার হাত

আর কতটা রাত নির্ঘুম হলে দিবে একটা আশ্রয়

তোমার হাতের একটু পরশে বলব

আমারও পৃথিবী ।।

২/১৫

বিষয়: সাহিত্য

১০৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318190
০৫ মে ২০১৫ রাত ১২:৫৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হূদয় বিদারক একটি ঘটনার সল্প পরিসরে বর্ননা..... ভালো লাগলো ধন্যবাদ।
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
260214
ইবনে ইলিয়াস লিখেছেন : ধন্যবাদ
০৯ মে ২০১৫ রাত ১০:১৩
260228
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দেরিতে হলেও ধন্যবাদটা পেলাম!!!
০৯ মে ২০১৫ রাত ১০:১৩
260229
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দেরিতে হলেও ধন্যবাদটা পেলাম!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File