শুভ উদ্যোগ এবং আমাদের মন্তব্য
লিখেছেন লিখেছেন পয়জনাস টক্সিন ১৮ এপ্রিল, ২০১৫, ১০:১২:২২ রাত
মানুষ সৃষ্টির সেরা জীব। তাদের বিবেক বুদ্ধি অসীম, অন্তত ভালো-মন্দ বোঝার জন্য তো অসীমই। কিন্তু এদিকে নজর দিলে আমরা সম্ভবত মানুষ নই। আমাদের যে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে সেটার উৎকৃষ্ট উদাহরন আমাদের নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আসক্তি। এবং অন্যদলের প্রতি ঘৃণা। আবার এমনো হতে পারে, রাজনীতি কি সেটা আমরা ভুলেই গেছি।
যাই হোক একটা বিষয় নিশ্চিতভাবেই বলা যায় যে, আমরা দলের কাজ নয়, নাম দেখেই গলা ফাটিয়ে চেঁচাই। পছন্দের দল যে কাজই করুক সেটা অবশ্যই ভালো আর অপছন্দের দলের ভালো কাজও খারাপ; আমরা এখন এ নীতিতেই বোধহয় অধিক বিশ্বাসী। কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য কি এটাই??? আমার কাছে রাজনীতি মানেই হলো কাজ কোন দল করছে সেটা না দেখে ভালো কাজ সবারই সাপোর্ট করা আর খারাপ কাজের বিরুদ্ধে রুখে দাড়ানো উচিত। এভাবে আমরা শুধু আমাদের দেশটাকে পিছিয়ে দিচ্ছি। দেশটা তো আমাদেরই, তাই না?
আসুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। শুরুটা নাহয় আমাদের মাধ্যমেই হোক......
বিষয়: রাজনীতি
৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন