বিচার বহির্ভূত হত্যাকান্ড

লিখেছেন লিখেছেন ফয়সাল শেখ ০৩ নভেম্বর, ২০১৫, ১০:৫৯:৫০ সকাল

সধীন দেশে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটেই চলছে। টেলিভিশন, খবরের কাগজ, Facebook সব খানেই দেখি এর তিব্র প্রতিবাদ জানাচ্ছে সবাই। এতে কোন ফল হচ্ছে বলে আমার মনে হয় না। কেননা হত্যাকান্ড চলছে এখন আগের চেয়ে আরও বেশি গতিতে। সবার সাথে সবার মতামত ও মতাদর্শের মিল থাকবে না এটাই সাভাবিক। তাই বলে প্রতিপক্ষ কে দমিয়ে রাখার জন্য হত্যার মত এমন নৃশংসতা করা সমুচিত নয়।

বিচার বহির্ভূত হত্যাকান্ডের ফলে সমাজে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সমাজে কেও এখন নিজেকে নিরাপদ মনে করতে পারছে না। পরিবারের নিরাপওা নিয়েও আজ তারা সন্দিহান। সবাই চায় এই ধরনের হত্যা বন্ধ হক এবং যারা এই সব হত্যা কান্ডের সাথে জরিত তাদের বিচার হক।

বিষয়: রাজনীতি

১১০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348378
০৩ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৮
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : জাযাকাল্লাহ , চালিয়ে যান ,
348410
০৪ নভেম্বর ২০১৫ সকাল ০৬:০৩
ফয়সাল শেখ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File