তারুণ্য আজ এ কোন নগ্ন খেলায় মত্ত

লিখেছেন লিখেছেন এ আর ১৬ এপ্রিল, ২০১৫, ০২:১৫:২২ দুপুর

দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলার নাম তারুণ্য। অন্যায়কে ছিন্নবিন্ন করে ন্যায়কে প্রতিষ্ঠা করাই তো তারুণ্যের ধর্ম ।কিন্তু এ কোন তারুণ্য যারা আজ নোংরা রাজনীতির নগ্ন খেলায় মত্ত, যাদের হিংস্র থাবায় আজ বিপন্ন এ মানবতা। যাদের করাল গ্রাসে মা হারাচ্ছে তার আদরের সন্তানকে, বোন হারাচ্ছে তার ভাইকে, স্ত্রী হারাচ্ছে তার প্রাণপ্রিয় স্বামীকে। এ হিংস্র তারুণ্যের ভয়ংকর থাবায় আজ এ দেশমাতা ভীষণ আহত। এ কোন তারুণ্য যে তারুণ্যের কাছে বিবেকের ছিটেফোঁটাও অনুপস্তিত।

যে তারুণ্যের নগ্ন দর্পে আজ আম-জনতা দিশেহারা, সেই তারুণ্য কি আমরা চেয়েছিলাম? আমরা অবশ্যই চাইনি,কিন্তু আমাদের নোংরা রাজনীতির একটা ছোট্ট উপহার এটা আমাদের জন্য। এ কি সেই তারুণ্য যে তারুণ্যের লেলিহান শিখায় ’৭১ এ হানাদার বাহিনির দুর্গে কাঁপন ধরেছিল। এ কি সেই তারুণ্য নয় যে তারুণ্যের বজ্রাঘাতে জারের সিংহাসন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল! হাঁ এটা সেই তারুণ্যই, তবে সময়ের প্রেক্ষিতে শুধু রূপটা বদলেছে।অবশ্য আমরা আশাবাদী যে একদিন এই ঝড় থামবে এবং তারুণ্য নিজ রুপে ফিরে আসবে। তাই আর দেরি না করে চলুন সবাই যার যার জায়গা থেকে শুধু একবার জেগে উঠি , শুধু একবার। তারুণ্য তারুণ্যের মন্ত্রে দীক্ষিত হবে এই প্রত্যাশা আমাদের সকলের।

বিষয়: বিবিধ

৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File