এ কেমন মানবতা ?

লিখেছেন লিখেছেন এ্যান্টি ব্লগার ২৪ এপ্রিল, ২০১৫, ০১:৪৩:০৯ রাত

ফেইসবুকে নারী সেলিব্রেটিদের অভাব নেই ! কিন্তু ইদানিং ব্লগ সাইটে নারীদের যত আনাগোনা দেখছি তাতে সম্পাদক সাহেব উনার পদটা যে ধরে রাখতে পারবেন বলে মনে হয় না।কিছু নারীদের ব্লগে তসলিমীয় ভাবধারা লক্ষ্য করছি ইদানিং ।যত দোষ নন্দ ঘোষ ! ইসলাম আর মুসলিম এই সকল সেলিব্রেটিদের ব্লগ লেখার মূল বিষয় ।"হাজার বছর ধরে" পড়েই সেলিব্রেটিরা গরম ।এত হইচই কেন ? সাংঘাতিক ব্যাপার ঘটেছে মন্তু মিয়ার সাথে মকবুলের বৌ টুনি বিবির পরকীয়া প্রেম ! দেখেছো মুসলমানরা কত খারাপ ! পরনারীর সাথে .... ! ছিঃ লজ্জা আর লজ্জা ! সেলিব্রেটি এই নারীদের ভেতর একজন কিছু দিন আগে বিয়ের আগেই মাম ডাক শোনার গৌরব অর্জন করেছেন ! তবে ছোট্ট নিষ্পাপ শিশুটি পৃথিবীর আলো দেখার আগেই পরপারে পাড়ী জমিয়েছে ! প্রথমে মন্তু আর টুনির ভেতর যে প্রেম সেটা অন্যায় ।ঘৃনিত কাজ ।এটা শুধু সেলিব্রেটি না আমাদের কাছেও ।কিন্তু দ্বিতীয়টি ফ্রী মাইন্ডের রূপকারদের কর্ম সেটা ন্যায় কি বলেন ? মন্তু আর টুনির অপরাধ সে মুসলিম তাই সেটা অন্যায় ।কারণ ইসলাম এই ধরণের সর্ম্পককে সাপোর্ট করে না ।আর দ্বিতীয়টা তো নয়ই ! তাহলে আপনি সেলিব্রেটি হয়ে ন্যায়টা করলেন কোথায় ? মন্তু আর টুনির সর্ম্পক বেডরিলেশনে গড়ায়নি কিন্তু আপনারটা বেড নয় পেট পর্যন্ত গড়িয়েছে ।আপনারা নাকি মানবাধিকার কর্মী ? আপনাদের অতি প্রিয় তসলিমাদি তো এই কথা-ই বলে ! তাহলে আপনি নিষ্পাপ শিশুটিকে হত্যা করে কোন মানবতার কাজ করলেন ? জানি জবাব দেবেন না ! কারণ আপনি নাস্তিক নন , আপনি বিশ্বাসঘাতক ! আপনার ভেতর কাজ করে ভয় ! সত্যের ধারের কাছে ও যান না ।শুধু বিশ্বে নামকরা সেলিব্রেটি হওয়ার জন্যই আজ ইসলাম এবং মুসলিমদের সাথে বিদ্বেষ বজায় রাখছেন ! আপনাদের তসলিমাদির কাছে জিজ্ঞাসা করুন তার মা কেমন ছিলেন ? এখন ও সময় আছে ফিরে আসুন ইসলামের ছায়াতলে ।পরীক্ষা করে দেখুন ইসলামে মানবতা আছে কিনা ?

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File