বাবা আজ তোমার জন্ম দিন ,আজকে তোমাকে খুব বেশি মনে পড়ছে।
লিখেছেন লিখেছেন আমার প্রিয় বাইশারী ১২ এপ্রিল, ২০১৫, ১১:৩৫:৪৩ রাত
আমার পিতা মো ইসহাক ছিলেন একজন আদর্শবান পুরুষ । মৃতুর্ আগ মূহর্ত্বে পর্যন্ত তিনি সমাজ সেবায় কাজ করে গেছেন। জীবনে তিনি নিজের সন্তানের চেয়েও অপরের সন্তানকে বেশি ভালবেসেছনভ। আজ তার জন্ম দিন এই দিনে তার কথা খুব বেশি মনে পড়ছে। বাবা তোমার আদর্শ
যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়। বাব তুমি জাননো না তোমার সন্তানেরা আজ কথ বড় হয়ে গেছে। বাবা দোয়া করি তোমাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আমিন।
বিষয়: Contest_father
২৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন