কামরুজ্জামানের ফাসি:জয় কার?
লিখেছেন লিখেছেন al dar ১২ এপ্রিল, ২০১৫, ০২:৩৭:২৫ রাত
আজ ১২-০৪-২০১৫ ইংরেজি সন, শনিবার রাত ১০:০১ মিনিটে বাংলাদেশ জামাতে ইসলামী এর সেক্রেটারি জেনারেল(সহকারী), সাপ্তাহিক "সোনার বাংলা" এর সম্পাদক, ঢাবি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া একজন সফল রাজনীতিক, সংগঠক, সাংবাদিককে সু-পরিকল্পিতকল্পিতভাবে ফাসিতে ঝুলিয়ে হত্যা করা হলো।
কেন?
তার আলোচনা অন্যদিন করা যাবে বা অন্যজনেরা করবেন।
আমি কেবল জানতে চাই- কামরুজ্জামানকে হত্যা করার মধ্য দিয়ে বাঙালি জাতির কী লাভ হলো?
অর্ধশত বছরের পুরানা একটি মিমাংসীত ইস্যুকে সামনে এনে, নিজেদের তৈরি করা শাক্ষি-বিচারক দিয়ে, একজন মানুষকে হত্যা করার মাধ্যমে জাতিকে বিভাজন করার মধ্যে, আসলে লাভটা কার?
এই একজন কামরুজ্জামানকে হত্যা করার মাধ্যমে কী এমন লাভ ছিল জাতির?
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন