শুভ জন্মদিন 'ছাত্র মজলিস'-মাহবুব সুয়েদ
লিখেছেন লিখেছেন সমশেরনামা ০৫ জানুয়ারি, ২০১৬, ০৭:৩১:১০ সকাল
##আমি ছাত্র মজলিশ করিনা বা কখনো করিনি।কিছু কর্মীর সাথে মিশেছি বা মেশার সুযোগ পেয়েছি।যতদুর দেখেছি গতানুগতিকতার বাইরে ভিন্ন ধাচের এ সংগটনের কর্মি বা নেতারা অন্যান্য কওমীওয়ালাদের চেয়ে শতগুনে উদার।জেনারেল বা দ্বীনি শিক্ষায় জড়িতদের সমন্বয়ে চলিত এ সংগঠনের অর্জন কম নয়।যোগ্য নেতৃত্ব পেয়েছে এ সংগঠন।এখানে নেতৃত্বদানকারি সাবেক ছাত্রনেতারা অনেকে ই আজ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্টিত এবং স্বমুজ্জল ও বটে।
##আপনাদের মুল সংগঠনের বিভাজন আমাকে ভাবায়।এটি কাম্য নয়।পারস্পরিক শ্রদ্বাবোধ রেখে কাজ করুন।অপরাংশকে প্রতিদন্ধি না ভেবে আদর্শহীন ছাত্রদের দিশা দেয়ার চেষ্টা করুন।তবে যদি সম্ভব হয় 'ছাত্র ইউনিয়নের' মত ইউনাইটেড থেকে বৃহত্তর আন্দোলনে গেলে নিজ নিজ চাহিদা মত অংশে যোগ দিন।
##গনমুখি চরিত্রকে উজ্জল করুন।নানা সমালোচনা বা বাধাকে উপেক্ষা করে নিয়মিত ছাত্রদের নেতৃত্বে নিয়ে আসুন।
##সত্য-সুন্দর আর তারুন্য দিয়ে ই আশা করি একদিন সমাজ বিপ্লব আসবে।
##ছাত্রশিবির বা ছাত্র জমিয়তকে প্রতিদন্ধি না ভাবুন।মনে রাখবে ন আপনাদের সকলের গন্তব্য এক কিন্তু রাস্তা ভিন্ন।
##দয়া করে আমার মন থেকে আসা এ কথাগুলোকে 'যেচে বুদ্বিদান' ভেবে বিরক্ত হবেননা।একজন শুভাকাংখি হিসেবে ই আমি মনের কথাগুলো বললাম।
## অধমের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার-
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন