গতানুগতিক সঙ্গম বনাম ধর্ষনঃস্বাদ বেশী কোনটায় প্রেক্ষিত বাংলাদেশ-পর্ব ১-মাহবুব সুয়েদ
লিখেছেন লিখেছেন সমশেরনামা ২৪ মে, ২০১৫, ১২:১৩:৫০ রাত
শিরোণামটা দেখে অশ্লীল লাগলেও আজ এই জনগুরুত্বপুর্ন আর মানব সভ্যতার অবিচ্ছেদ্য অংশ 'সঙ্গম বনাম ধর্ষন' নিয়ে আলোচনা করব।সেই আদিমকাল থেকে মানুষ্যকুলের মাঝে কিছু ধর্ষন কান্ডে মনযোগী থাকে এবং তা সম্পাদনও করে সুচতুর বাঁ সু-সাহসের সাথে।মানুষ্যকুলকে আল্লাহপাক সৃষ্টির পর থেকে ই যতসব নিষিদ্ব বস্তু তার প্রতি আলাদা আকর্ষন দিয়ে তৈরি করেছেন।এই লেখায় আমরা অত্যন্ত খোলামেলাভাবে আদিমকাল থেকে চলে আসা সঙ্গম বনাম ধর্ষন এবং যুগে যুগে এর পরিবর্তিতরুপ নিয়ে কিছু আলোচনা করব।শুরুতে বলে নিচ্ছি আলোচনাটা হবে কিছুটা অশ্লীল আর উদ্দেশ্য হবে শ্লীল।কাজে ই কেউ মাইন্ড নিয়েন্না দয়া করে।
॥॥সংজ্ঞাগত এবং ব্যবহারগত পার্থক্য॥॥=
খারাপ না নিলে বলতে হবে,আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া এবং সেই সময় থেকে সৃষ্টি হওয়া যতধরনের প্রানীকুল বিদ্যমান যমিনে তাদের আগমনের পরত্থেকে বিপরীত বাঁ সম-লিঙ্গের প্রতি একধরনের নিষিদ্ব আকর্ষন বোধ হওয়া এবং এই নিষিদ্ব আকর্ষন নিবারনের উপায় বাঁ পদ্বতি কাউকে হাতে কলমে শিক্ষা দিতে হয়না।পশুরা সাধারনত তাদের মায়েদের সাথে যৌন-কর্মের দ্বারা এই জীবনের শুভসুচনা করে থাকে।ধর্মমতে যেহেতু মানুষ ছাড়া আর কারো পরকাল নেই তাই এদের মায়েদের সাথে এ কাজ সম্পাদনে কোণ কিছু যায় আসেনা।ধর্মীয় দৃষ্টিকোন থেকে নয় প্রচলিত সমাজব্যবস্থায় 'সঙ্গম এবং ধর্ষন' নিয়ে এখানে আলোচনা করব তাই দয়া করে কেউ আমায় আবার ফতোয়া দিয়ে বসবেননা। আমি স্রেফ তথাকথিত আধুনিক সমাজের কথা বলছি।স্বাভাবিক সঙ্গম বলতে বোঝায় যেকোন দুই বাঁ তথোধিক ব্যক্তিদের (হোক তা সবাই একি লিঙ্গ বাঁ বিপরীত) পারস্পরিক সম্মতিতে যেই রতিক্রিয়া সম্পাদন হয় তা 'সঙ্গম' ।তা সম্পাদনের স্টাইল বাঁ গতি যা হোক না কেন যদি যেকোন একপক্ষের কোন আপত্তি না থাকে তাহলে তা 'সঙ্গম' বলে বিবেচিত হবে।যখন এই কাজটি কোন একপক্ষের অসম্মতিতে অর্থ্যাত জোর করে করা হয় এবং তার গতি বাঁ ধরন অংশগ্রহনকারীদের সংখ্যা যা ই হোক তা 'ধর্ষন' বলে বিবেচিত হয়।আবার বৃটিশ আইনে সঙ্গায়িত আছে,যদি স্বামী-স্ত্রী বাঁ যেকোন জুটি যৌন কর্মে লিপ্ত হয় সম্মতিতে কিন্তু পরবর্তিতে যদি স্ত্রী বাঁ গার্লফ্রেন্ড তার সাথে তার অসম্মতিতে সঙ্গম হয়েছে বলে অভিযোগ আনে তাইলে তা ধর্ষন বলে বিবেচিত হবে।বর্তমান বাংলাদেশে ও আমরা দেখছি ইদানিংকালে অনেকে 'বিয়ের প্রলোভবনে দ্বীর্ঘদিন প্রেমিকাকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত হন।অর্থ্যাত প্রথমে উভয়ের সম্মতিতে ই আমোদ ফুর্তি হয় পরে যখন ব্রেকাপ বাঁ প্রেমিক মহাশয় নতুন কিছুর নেশায় ঝুকে তখন প্রেমিকা ধর্ষিতা হয়ে যান।(চলবে)।।।।।।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপেক্ষায় থাকুন।
মন্তব্য করতে লগইন করুন