পাওনা
লিখেছেন লিখেছেন মোনায়েম মন্ডল ১৩ মে, ২০১৫, ০২:৪৫:৩৭ দুপুর
কনকনে শীত প্রসব করেছে আমায়,
চারদিকে ঢাকা ছিল ঘন কুয়াশায়।
এপিটাফের অদূরেই ডাকছে আজ বসন্ত কোকিল
তোমার আঙ্ঘিনায়,
বাহারী ফুলে সুশোভিত বারান্দা তোমার
সৌরভ ছড়ায়।
বিকেলের গা জুড়ানো বাতাসে
যদি মনে পরে
তোমার উঠানের কিছু দুর্বাঘাস
রেখে যেয়ো আমার শিয়রে।
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন