আমার ভালো লাগার একটি কবিত @@@@ একটা মৃত্যুর অপেক্ষায় @@@@
লিখেছেন লিখেছেন নিউজিল্যান্ড প্রবাসী ১৮ মার্চ, ২০১৫, ০৭:৪৭:৪৫ সকাল
একটা মৃত্যুর অপেক্ষায় আছি.......
যে মৃত্যুর পর থমকে দাঁড়াবে অসংখ্য মৃত্যুর মিছিল-
রবের দরবারে নুয়ে পড়বে অগনিত অবনত মস্তক,
যে মৃত্যুর সংবাদে নিমেষেই উল্লাসে মুখরিত হবে রক্তাক্ত জনপদ,
শহীদদের সাথীদের পদভারে প্রকম্পিত হবে শুকরানার মিছিলে।
কেবল একটা মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনা,
এই আসছি,
বলে বেরিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় উৎকন্ঠিত জননীর
ফিরে আসা রক্তাক্ত লাশ নিয়ে বুক চাপড়ানো,
বই খাতা কলমের আশায় চাতক পাখির মত চেয়ে থাকা ছোট বোনের আহাজারি,
অকালে ঘাতকের বুলেটে সব হারানো প্রিয়তমা স্ত্রীর বোবা কান্না,
একটা মৃত্যুই পারে কেবল থামিয়ে দিতে।
এখন শুধু একটা মৃত্যুর অপেক্ষায় রাত কাটা-
মুয়াজ্জিনের আজানের পর হবে সফেদ আকাশ,
কুয়াশার ভেজা পর্দা ভেদ করে উদিত হবে যে সূর্য,
তা যেন হয় মুক্তির সূর্য ।
মুখোশ পরিহিত যে প্রহরী হায়েনারা আজ রক্তের হোলি খেলে পীচঢালা কালো পথে,
থানার হাজতী খানায় টাটকা যুবক মুজাহিদের মা,মা,
বলে কানফাটা চিৎকারের সাথে সাথে হয়ে পরে পঙ্গু-
মসজিদ থেকে আফগানীদের ঠেনে হেঁচড়ে রাস্তায় এনে-
প্রকাশ্য অস্ত্র ঠেকিয়ে গুলি করে অত্যাচারীদের বীভৎস উল্লাস,
একমাত্র একটি মৃত্যুই সমাধান।
আজ তাই একটি মৃত্যুর পানেই অধির আগ্রহে চেয়ে থাকা,
সন্তানের আহার যোগাতে রাত বা্রোটায় চাকরীজিবী-
ছকিনার বাড়ী ফেরার পথে হারানো সম্ভ্রম,
গলির মুখে শিয়ালের মত শীষ মারা সুশীলের ছানা,
উক্ত্যক্তকারী চেতনার শকুনের জটলা,
নতুন স্বপ্নের ডানা মেলে উড়তে চাওয়া শহীদ সাদিয়ার ধারালো
অস্ত্রের ক্ষত বিক্ষত লাশের দিকে চেয়ে থাকা হাজারো সাদিয়ার বোবা কান্না,
গণতন্ত্রের পুনরুদ্ধারের দাবীতে প্রতিমুহুর্তে বয়ে যাওয়া রক্তের নহর,
অত্যাচারী শাসকের ক্ষমতায় আঁকড়ে থাকার অমানুষিক ঘৃণ্য দূর্বিসন্ধি,
প্রতিদিন পেট্রোলে ঝলসানো মানব কাবাব বানানোর মহোৎসব থামাতে-
এখন কেবল একটি লাশই সমাধান।
আমি আমার ঈমানের সকল শক্তি দিয়ে বলছি,
আমি আমার জালিমের বুলেটে ঝাঁঝরা,ক্ষত বিক্ষত,রক্তাক্ত-
শহীদের মৃত্যুর বদলে হলেও আরো একটি মৃত্যু চাই,
ফ্যাসিবাদের মৃত্যুই আমার অপেক্ষার আকাংখিত মৃত্যু,
একটি উল্টো হাওয়ার প্রবল গতিবেগই এনে দিতে পারে ফ্যাসিবাদের লাশ,
বাকশালী গনতন্ত্রের লাশ
বিবেকহীন মানবাধিকারের লাশ।
যে লাশের কফিনের মুক্তির মিছিলে শামিল হবে অগনিত বনি আদম।
এখন তাই একটা মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনা.......
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি এমন একটি মৃত্যু স্তব্দ করে দিতে পারে সকল বিভীতস উল্লাস, ভেঙ্গে খান খান করে দিতে পারে জালিমের দুনিয়াজোড়া দম্ভ অহংকার। হা এমন একটি যবনিকার চির প্রত্যাশী আমরা।
আপনার কবিতা মন্ত্রমুগ্ধের মত পড়লাম। বেশি আহত হয়েছি সাদিয়ার প্রসঙ্গ আসায়। আমি আবারো কায়মনো বাক্যে খোদার কাছে ফরিয়াদ করছি, চলে যাওয়া আমার সকল ভাই বোন, যারা উপরওয়ালার হুকমত কায়েম করতে গিয়ে জীবন কে খোদার রংয়ে রাঙ্গিয়ে চোখের জলে সবাইকে ভাসিয়ে চলে গেছে প্রভূর কাছে, আল্লাহ তাদের উত্তম জাজা দান করুন।/
লিখে যান, এমন খুব দরকার ব্লগে।
মন্তব্য করতে লগইন করুন