নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন

লিখেছেন লিখেছেন দিগন্তের সূর্য ০৩ এপ্রিল, ২০১৫, ০৯:০৭:১১ রাত

নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন মুখরোচক স্লোগানমাত্র। নারী স্বাধিনতা বা নারীর ক্ষমতায়ন বলে কোন কিছু নাই। যা থাকা উচিত, যা ছিল এবং যা থাকবে তা হচ্ছে দায়িত্ববোধ। পুরুষ তার দায়িত্ব পালন করে চলবে এবং নারীও তার দায়িত্ব পালন করে চলবে, এভাবেই সৃষ্টি হবে 'সৃষ্টিশীলতার।'

প্রাকৃতিকভাবে নারী-পুরুষের ভিন্নতা রয়েছে। ভিন্নতা রয়েছে মানসিকতার। যারা নারী পুরুষের সমতার কথা বলেন, তার নারীর কাছে 'মহান' সেজে তাকে ভোগ্য পণ্য করতে চানমাত্র। নিজ নিজ দায়িত্বের জায়গায় কোথাও পুরুষের শ্রেষ্টত্ব আবার কোথাও নারীর শ্র্রেষ্টত্ব। এখানে দায়িত্ববোধই আসল কথা, অন্য যা কিছু সব ভুয়া।

মজার ব্যাপার হচ্ছে, নারী নিজেই এই সমতায় বিশ্বাস করে না। এটা পরিক্ষা করার জন্য মনোবিজ্ঞানের সাহায্য নেয়ার দরকার নেই।সংসার জীবনে এর যথেষ্ট প্রমাণ বিদ্যমান। প্রত্যেক নারীই তাঁর পুরুষ সঙ্গীর বীরত্বের কাজগুলি গর্বভরে প্রচার করে গর্বিত হন। কিন্তু কোন নারীই তাঁর সঙ্গীর দূর্বলতাগুলিকে হাইলাইট করে গর্বিত হন না। 'আমার স্বামী আমার শাড়ি-ব্লাউজ ধুয়ে দেয়' এটা কোন নারীই গর্বভরে প্রচার করবে না। সংসারে একজন নারী চান, পুরুষটি তার উপর জোর খাটাক! এমনকি যৌনতায়ও, নারী চান, পুরুষটিই তার নিয়ন্ত্রক হোক!

ফেসবুকে আমার সঙ্গে

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312738
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ব্লগপোস্ট আর ফেসবুক পোস্টের মাঝে পার্থক্য সুস্পষ্ট। ব্লগের পাঠকরা অধিকাংশই হন বাকপটু, দৃষ্টিভঙ্গির পার্থক্যটাও বিশাল। তাই ব্লগ পোস্টের সময় বানান ভুলগুলো না করাটাই বেটার আর লেখাও যথাসম্ভব কিছুটা বড় ও বিশ্লেষণাত্নক হওয়া উচিত। ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০০
253779
দিগন্তের সূর্য লিখেছেন : ধন্যবাদ ভাই। বানানের প্রতি আরো সর্তক দৃষ্টি রাখবো, কথা দিলাম।
312739
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার লিখাটি ভালো হয়েছে কিন্তু ফেসবুক স্টাইলে ব্লগে লিখলে কেমন করে হবে? ফেসবুক হাজার হাজার লিখা পোস্ট করা হয়য়, ব্লগে সারাদিনে সে তুলনায় খুব সামান্য, আর এখানে যারা আসে তারা কিছু জানার জন্য, জ্ঞান নেয়া এবং বিতরণের জন্যই আসে, তাই লিখার সাইজ একটু বড় করার পরামর্শ রইল।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০১
253781
দিগন্তের সূর্য লিখেছেন : সুন্দর পরামর্শ। ধন্যবাদ ভাই।
312761
০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গাজী ভাইয়ের সাথে একমত! ব্লগকে বাড়ি বানিয়ে নিতে হলে সময় দিতে হবে ব্লগে। ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০৩
253782
দিগন্তের সূর্য লিখেছেন : আলহামদুল্লিল্লাহ। সবাই সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। ধন্যবাদ ভাই।
312773
০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক যৌক্তিক লিখা ভাইজান ,,ব্লগে বেশি বেশি লিখে যান ,,এক সময় ব্লগ থেকে জাতীয় পত্রিকায় স্থান করে নেবেন আশা রইলো।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০৪
253783
দিগন্তের সূর্য লিখেছেন : ধন্যবাদ ভাই। প্রেরণাদায়ক কথাও সম্ভবত এক ধরনের ইবাদত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File