প্রথম বরষা

লিখেছেন লিখেছেন মনজুরুল আলম প্রিন্স ১২ মার্চ, ২০১৫, ০২:০৪:৩২ রাত

আজকের রোদ্রুর হয়েছে বিফল

আজকের আকাশ মেঘের দখল।

ইলশেগুড়ি বৃষ্টির তামাসা

একেই বলে প্রথম বরষা।

বাজ পড়ে কাচঁ ঘর বেঙ্গে চুরমার

বাঙ্গা কাঁচে তোর মুখ দেখি বারবার।

করি শুধু তোরে নিয়ে এক টুকুন আশা

বন্ধুরে, তুই আমার শেষ ভরসা।

ভিজে কাক বুনো লতা ভিজে বুনো পাখি

ঝড় হয়ে যায় বুকে কিন্তু তোরে মনে রাখি।

তোরে নিয়ে বাদঁবো আমি চোট্ট সুখের বাসাঁ

সেই বাসাতে থাকবি ভাল, দিবি ভালবাসা!

বিষয়: সাহিত্য

৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File