লজ্জাশীলতা (প্রথম পর্ব)

লিখেছেন লিখেছেন আরিফুর রহমান শিশির ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:০৫:২৮ সন্ধ্যা

লজ্জা ঈমানের অঙ্গ ৷ যার

লজ্জা নেই

সে যা ইচ্ছা করতে পারে ৷ আর

লজ্জা মানুষকে প্রকৃত

মানুষরুপে গড়ে তোলে ৷ এই

পর্বে লজ্জা সম্পর্কে দুটি হাদিস

উল্লেখ করছি,

আশা করি আমি আপনি উভয়ই

গুরুত্ব দিবো ইন শা আল্লাহ ৷

[হাদিস-1]::-- আবু হুরায়রা (রা)

হতে বর্ণিত তিনি বলেন,

রাসুলুল্লাহ (সাHappy বলেছেন,

‘ঈমানের সত্তরের অধিক শাখা-

প্রশাখা রয়েছে ৷ তার

মধ্যে সর্বোত্তম হল ‘আল্লাহ

ব্যতীত অন্য কোন উপাস্য নেই’

একথা বলা এবং সর্বনিম্ন স্তর

হল রাস্তা থেকে কষ্টদায়ক

বস্তু সরানো ৷ আর লজ্জা হল

ঈমানের একটি শাখা ৷ [1]

[হাদিস-2]:::--- ইবনু ওমর (রা)

হতে বর্ণিত

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাHappy

বলেছেন, লজ্জা এবং ঈমান

অঙ্গাঙ্গীভাবে জড়িত ৷

সুতরাং এর

একটি তুলে নেওয়া হলে অপরটিও

তুলে নেওয়া হয় ৷ আব্দুল্লাহ

ইবনু

আব্বাস (রা) এর এক বর্ণনায়

আছে, যখন

উভয়ের কোন

একটি ছিনিয়ে নেয়া হয় তখন

অপরটিও তার পশ্চাতে অনুগমন

করে [2]

[1]বুখারী, মুসলিম, মিশকাত

হা/5, ঈমান

অধ্যায়

[2]বায়হাকী, হাকিম, ছহীহ

আত-তারগীব

হা/2636, মিশকাত হা/5093

{গ্রন্থ:উপদেশ -আব্দুর

রাজ্জাক বিন ইউসুফ}

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File