কোন গায়েবী ‘প্রাণভিক্ষা’ নাকচ করলেন রাষ্ট্রপতি?

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ২২ নভেম্বর, ২০১৫, ১২:১১:১০ রাত



সারাটা দিন ধরে কি নষ্ট নাটকটাই না করা হলো।।

কারা কর্তৃপক্ষ কে?? সরকারেরই তো লোক নাকি? কারাকর্তৃপক্ষ বাদই দিলাম স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী উভয়েই বললেন মুজাহিদ ও সালাউদ্দিন কাদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।

দিনভর প্রাণভিক্ষার আপডেট!! আবেদনের কাগজ এখানে পৌঁছেছে সেখানে পৌঁছেছে। রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে। তিনি নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে কারাগারে পৌঁছেছে। আরো কত কত আপডেট??

অথচ এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তার বাবার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের জানালেন, “কোন প্রাণভিক্ষার কোনো আবেদনই তিনি করেননাই । তিনি আরো বলেছেন, রাজনীতির মাঠে তাকে হত্যা করার জন্যই এই অপপ্রচার চালানো হয়েছে।”

তাহলে প্রশ্ন হলো, এই যে সারাদিন ধরে মিডিয়াতে যেই প্রাণভিক্ষার আবেদনের আপডেট জানানো হলো সেটা আসলে কি?? আর রাষ্ট্রপতিই বা কোন গায়েবী প্রাণভিক্ষার আবেদন নাকচ করলেন??

কোন উদ্দেশ্যে এই ঘৃণ্য নাটক?? সারাদেশবাসীকে মিথ্যার মধ্যে নিমজ্জিত রেখে কি উদ্দেশ্য হাসিলের চেষ্টা??

এর জবাব কি অতি উৎসাহী সাংবাদিকগন সরকারি কর্তাব্যাক্তিদের কাছে চাইবেন??

মৃত্যুপথযাত্রী মানুষের নামে মিথ্যা প্রচারনা করে তার ব্যাক্তিত্বকে কলুষিত করার ঘৃণ্য চেষ্টার পরিকল্পনা নিশ্চেই দেশের প্রধান কর্তাব্যাক্তির মাথা থেকেই আসছে।

ধিক্কার জানাই এমন নীচু কর্মকান্ডের।

বিষয়: বিবিধ

১৩৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350738
২২ নভেম্বর ২০১৫ রাত ১২:৫১
আহমেদ ফিরোজ লিখেছেন : অবশেষে আলী আহসান মুজাহিদের পুত্র মাবরুরও জানালেন বাবা মার্সি পিটিশন করেননি
350742
২২ নভেম্বর ২০১৫ রাত ০১:৩২
অপি বাইদান লিখেছেন : দুই রাক্ষস ঝুলে গেছে- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....


350757
২২ নভেম্বর ২০১৫ রাত ০৪:২১
শেখের পোলা লিখেছেন : মিথ্যার বেসাতী একদিন শেষ হবেই৷
350794
২২ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মনে মনে জীত ভাবা যায় জেতা যায় না
বদ্ধ ঘরে থাকা যায় সস্থি পাওয়া যায় না,
অসহায় প্রতিশোধ ধার করে নেয়া যায়
মনে মনে আফসোস মজা পাওয়া যায়না,
ভেতর বাহির আতংক স্বাধীনতার মানে !
ভয় শুধুই ভয় কখন যে যমে টানে.... অনেক ধন্যবাদ ভাই।
350830
২২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেদের মিথ্যা কেই সত্য মনে করে তারা।
350877
২২ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৭
নাবীল লিখেছেন : আওয়ামীলীগ মিথ্যায় উস্তাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File