মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশের অঘোষিত রাজধানী গোপালগঞ্জের এ কি চিত্র?

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০১ আগস্ট, ২০১৫, ০৫:০৯:২৮ বিকাল



অভাবের তাড়নায় এক শাড়িতে স্বামী স্ত্রীর আত্মহত্যা!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্ত্রীর শাড়িতে একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম নৈয়ারবাড়ি গ্রাম থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, সংসারে অভাবের কারণে তারা একসঙ্গে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক ছবেদ আলী ও এলাকাবাসী জানায়, গত ১৩ মাস আগে পশ্চিম নৈয়ারবাড়ী গ্রামের দিনেশ বাগচীর ছেলে দীপক বাগচীর (২০) সঙ্গে রামশীল গ্রামের বিবেক হালদারের মেয়ে লাকীর বাগচীর (১৭) বিয়ে হয়। বিয়ের আগে দীপক বাগচী ঢাকায় একটি কম্পানিতে গার্ডের চাকরি করতেন। বিয়ের পর সে আর চাকরিতে না ফিরে এলাকাতেই কাজের সন্ধান করতে থাকে। কিন্তু কোনো কাজ পায়নি। পরে গতকাল ভোররাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে এই দম্পতির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি কালেরকণ্ঠসহ বিভিন্ন পত্রিকার।

মধ্যম আয়ের দেশ তথা ডিজিটাল বাংলাদেশে যদি এ ধরনের শিরোনাম পত্রিকায় দেখতে হয়, তাইলে এ কেমন নিম্ন মধ্যম আয়ের দেশ? কেমন ডিজিটাল দেশ?? আশ্চর্যের ব্যপার হলো দেশের শাসন ক্ষমতার দোর্দন্ড প্রতাপশালী একচ্ছত্র মালিকের নিজ এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়ায়ই দুর্ভিক্ষের এই চিত্র!!!!

অভাবের তাড়নায় শাসকের নিজ এলাকায়ই যদি স্বামী স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, সারাদেশের মানুষের রুটি রুজির কি অবস্থা সেটা নিশ্চই সহযেই বোধগম্য।

এটা এমন এক দেশের চিত্র, যে দেশের শাসকপুত্রের বেতন ১ কোটি ৬৫ লাখ টাকা!!

এটা এমন এক দেশের চিত্র, যে দেশে কেবলই প্রতিহিংসা চরিতার্থে বিমানবন্দরের নাম পরিবর্তনে ১২০০ কোটি টাকা খরচ করা হয়!!

যে দেশের শাসকবর্গ পদ্মাসেতু, ডেসটিনি, শেয়ারবাজার দুর্নীতির মাধ্যমে জনগনের হাজার হাজার কোটি টাকা লুটেপুটে বিদেশে নিজেদের একাউন্টে পাচার করে দিয়েছে, সে দেশে টাকার অভাবে, চাকরীর অভাবে, খাবারের অভাবে গলায় ফাঁস দিবে এটাই স্বাভাবিক ব্যপার।

মধ্যম আয়ের আওতায় পুরো বাংলাদেশ নয়, এর আওতায় জনগনের সম্পদ লুটপাটকারী আওয়ামী কুল আর তার চারপাশের চামচা হগল।

ঘরে ঘরে চাকরী দেয়ার ওয়াদা দিয়ে যেই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকারের প্রধান কর্তাব্যাক্তির নিজের এলাকাতেই চাকরীর অভাবে খাদ্যের অভাবে জনগন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে!!

ভবিষ্যতে যে সেই এলাকার লোকজন ঐক্যবদ্ধভাবে মিথ্যাবাদী ধোকাবাজ আওয়ামী লীগারদের প্যাঁদিয়ে এলাকাছাড়া করবেনা তারই বা গ্যারান্টি কি??

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333029
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
মাজহারুল ইসলাম লিখেছেন : আওয়ামীলীগ এমন এক যন্ত্রের নাম এই যন্ত্র যা বলে তার উল্টা করে সব সময় যেমন করেছে চাকরি দেওয়ার নাম দিয়ে উল্টা মানুষের চাকরি শেষ করে দিয়েছে।
333049
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মধ্যম আয়ের দেশ না উত্তম-মধ্যম এর দেশ!!
333050
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কারে শুনাইবেন মানবতার কথা?
মানবকেই তো মানবতার কথায় মানায়।
একদল দালাল বলছেঃ মধ্যম আয়ের দেশ, পায়রাকুল খুশিতে বাকবাকুম আউড়াচ্ছে। মাসিক ১কোটি ৬০লক্ষ টাকার হাতিয়ে নেওয়া কুলাঙ্গার বিবৃতি দিচ্ছে...........
বাংলার মহাথির শেখ হাসিনা,
যার জ্বালায় জনগন আর বাঁছে না।
333063
০১ আগস্ট ২০১৫ রাত ০৮:২৯
মাটিরলাঠি লিখেছেন : বিচিত্র দেশ, বিচিত্র জাতি, বিচিত্র তার শাসক শ্রেণী। আসুন স্মরণ করিঃ
"দশ টাকা কেজি চাল
পাঁচ টাকা কেজি ঝাল,
ঘরে ঘরে চাকুরী
বিনা মূল্যে সার।।"


334271
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৮
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ সবাইকে...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File