জনগনের টেক্সের টাকায় গালিবাজ সিপি গ্যাংকে সরকারি অনুদান!!

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০১ জুলাই, ২০১৫, ০৬:২৪:৩৬ সন্ধ্যা



অবশেষে চরম নোংরা গালাগালিকে সরকারী স্বীকৃতি দিলো আওয়ামী সরকার!!

দেশের মানুষের কষ্টার্জিত টেক্সের টাকা অনুদান হিসেবে দেয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালিতে প্রথম স্থান অর্জনকারী সিপি গ্যাংকে!!!

অবিশ্বাস্য হলেও সত্য, সামাজিক মাধ্যমে দলবেঁধে গালি দেয়ার জন্য বিতর্কিত গোষ্ঠী সিপি গ্যাংকে সরকারি তহবিল থেকে অনুদান দেয়া হয়েছে!!

মঙ্গলবার(৩০জুন) রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সভাকক্ষে এক অনুষ্ঠানে সিপি গ্যাংকে চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

জানা গেছে, তথ্যপ্রযুক্তি বিষয়ে উদ্ভাবনী কাজ ও উচ্চশিক্ষার জন্য সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ তৃতীয় পর্বে উদ্ভাবন অনুদানের আওতায় সিপি গ্যাংকে তহবিল দেয়া হয়।

খবরটা বড় কোনো সংবাদমাধ্যমে এখনো আসেনি। আসারও কথা নয়। কারন এমন সংবাদ নিয়ন্ত্রিত মিডিয়ায় আসেনা। দু একটি ছোটখাটো অনলাইনে আসলেও তথ্যসমৃদ্ধ নিউজের ধরন দেখার পরও এই নিউজ যে সত্য মেনে নিতে বাধ্য।

শুধুমাত্র সরকারের বিরোধী পক্ষকে সামাজিক মাধ্যমে গালাগালি করে সরকারকে সাপোর্ট দেয়ায়ই চরমতর কিছু গালিবাজকে জনগনের টেক্সের টাকায় পুরষ্কৃত করা হলো!!

‘সিপি(CP)’ অক্ষর দুটোর পূর্ণ অর্থ হচ্ছে, ‘C=ছাগু; P=পুন্দানি’। শাহাবাগ আন্দোলনের সময়কালে জনসাধারণের জামায়াতে ইসলামি এবং রাজাকার বিদ্বেষকে উপজীব্য করে জন্ম নেয় অশ্লীল নামধারী এই সংগঠনটি।

তারা কোন মাপের গালিবাজ এটা সবার জানা, নতুন করে বর্ননা করার প্রয়োজন নেই। আর আমি পরিবেশও নোংরা করতে চাইনা। শুধু তাদের গ্রুপের নীতিমালার কিছু অংশের স্ক্রীনসট তুলে ধরলাম।



এই গালিবাজ রাসেল রহমানই হচ্ছে সিপি গ্যাং এর ক্রিয়েটর। এখানে দেখুন



তাদের গালির বাহার আর কুকীর্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরো জানতে এখানে ক্লিক করুন

এতকিছুর দরকার নেই, শুধু গুগলে সিপি গ্যাং লিখে সার্চ দিন, তাইলে তাদের কুকর্মের পর্দ দেখতে পাবেন, সাথে ইমেজ সার্চে পাবেন তাদের কুকর্মের সচিত্র বিবরণ।

এই গালিবাজরাই আবার দেশের স্বৈরাচারির বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর বিশিষ্টজনদের বিরুদ্ধে মানববন্ধন করে!! যারা অশ্লীল গালিবাজ পথভ্রষ্ট তরুন, তারা ভালো মানুষদের বিরোধীতা করবে এটাই স্বাভাবিক।



আওয়ামী সরকারের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বরদের বিরুদ্ধে গালাগালি করেছে বলেই কি এমন গালিবাজদের সাধারন মানুষের কষ্টার্জিত টেক্সের টাকায় অনুদান দেয়া হয়েছে?

এটাই বুঝি মুক্তিযুদ্ধের ব্যবসায়ীদের চেতনার স্বরুপ?? ধিক্কার জানাই এমন গালিবাজ চেতনার!!

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328208
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
শেখের পোলা লিখেছেন : বাঃ চমৎকার! গুনী জ্ঞানী বান্ধব সরকারই বটে৷ জিতে রহো বাহে৷
০১ জুলাই ২০১৫ রাত ০৯:৫৫
270506
আহমেদ ফিরোজ লিখেছেন : গুণী জ্ঞানী নয়, গালিবান্ধব সরকার
328210
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
হতভাগা লিখেছেন :

বস্তির পোলাপানের হাতে যখন ব্লগ বা ফেসবুক পড়ে তখন এর চেয়ে ভাল কিছু আর কি আশা করা যায় ?
০১ জুলাই ২০১৫ রাত ০৯:৫৭
270507
আহমেদ ফিরোজ লিখেছেন : সেই বস্তির পোলাপান যখন আওয়ামী ভ্যাকসিন গ্রহন করে তখনতো আর কথাই নাই। তার স্বকীয়তা কয়েকগুণে বৃদ্ধি পায়।
328218
০১ জুলাই ২০১৫ রাত ০৮:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শুনে তো আমি অবাক। এও কি দেখতে হলো এই স্বাধীন দেশে।
০১ জুলাই ২০১৫ রাত ০৯:৫৮
270508
আহমেদ ফিরোজ লিখেছেন : আরো অনেক কিছুই দেখতে হবে, যাহা কেউ ভাবেনি আগে।
328237
০১ জুলাই ২০১৫ রাত ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গালিবাজির প্রাতিষ্ঠানিকিকরন!!
০২ জুলাই ২০১৫ রাত ১২:২৫
270531
আহমেদ ফিরোজ লিখেছেন : গালিবান্ধব সরকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File