রনির জন্য আমার মন থেকে দোয়া রইলো

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৯ মে, ২০১৫, ০৬:০৪:২৫ সন্ধ্যা



রনির জন্য আমার মন থেকে দোয়া রইলো। আল্লাহ যেনো তাকে সঠিক পথের সন্ধান দেন।

যতই সমালোচনা আর অনুযোগ করুক জামাত শিবিরের প্রত্যেকটি কর্মীর উচিত তার জন্য এমন দোয়াটাই করা।

কারন তিনি আওয়ামী জাহেলিয়াতকে বর্জন করে এখন সত্যের সন্ধানে আছেন।

সেই সত্যের সন্ধানে তার চোখে প্রথমেই ধরা পড়েছে জামায়াত শিবিরের ছবি।

এজন্যই তার লেখায় এখন কেবলই জামায়াত শিবির।

একচোখে তাকালে এটাকে কেবলই সমালোচনা মনে হবে। আর দুচোখে তাকালে মনে হবে এখানে কেবলই সমালোচনা নয় ভালোবাসাও রয়েছে।

কেউই সমালোচনার উর্ধে নয়, জামায়াত শিবিরও নয়।

সে হিসেবে যৌক্তিক হোক অযৌক্তিক হোক জামায়াত শিবিরের খুটি নাটি দোষ ত্রুটি তিনি ধরতেই পারেন।

আমাদের উচিত ব্যাক্তির বিরুদ্ধবাদ না করে এসব সমালোচনার সুন্দর সাবলীল জবাব দেয়া এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা।

গতকাল শুক্রবার তিনি ফেসবুকে আল্লাহর কাছে অনেকগুলো আকুতি জানিয়েছেন। যেই আকুতিগুলোর মাধ্যমে বুঝা যায় তিনি ইসলামের দিকে ধাবিত হতে চাচ্ছেন।

এখন আমাদের তীর্যক মন্তব্যের জন্য ত্যক্ত বিরক্ত হয়ে যদি এই সত্য সন্ধানী ব্যাক্তিটি তার আগের ভ্রান্ত পথে ফিরে যায়, তাহলে তার জবাব কিন্তু আল্লাহর কাছে আমাদের দিতে হবে।

তিনি ইসলামী আন্দোলন আর দেশের প্রচলিত রাজনীতিকে কিছুটা গুলিয়ে ফেলেছেন। আল্লাহ নিশ্চই তাকে সঠিক বুঝ দান করবেন।

গতকালের স্টেটাসে আল্লাহর কাছে তার একটি আকুতি ছিলো ‘আল্লাহ যেনো তাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দেন’।

এর জবাবে একজন কমেন্ট করেছেন- ‘ইসলামে যিনি নেতা হওয়ার বাসনা করেন, তাকে নেতা না করার জন্য মহানবী সা: এর নির্দেশ রয়েছে।’



সমস্যা এখানেই। নেতা হওয়ার বাসনা!!

আমরা দোয়া করবো আল্লাহ যেনো তাকে পরহেজগার লোকদের দলে অন্তর্ভুক্ত করে দেন।

বিষয়: বিবিধ

১৫৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319065
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
শেখের পোলা লিখেছেন : আমিন৷ যে হেদায়েত চায় আল্লাহ শুধু তাকেই হেদায়েত করেন৷ যদি তিনি অন্তরে হেদায়েত প্রত্যাশী হন তবে আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেন৷ধন্যবাদ৷
১১ মে ২০১৫ দুপুর ০২:০৯
260503
আহমেদ ফিরোজ লিখেছেন : এজন্যই দোয়া করলাম, আল্লাহ যেনো তার মনকেও কলুষমুক্ত করে দেন।
319066
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর লিখেছেন! মহান আল্লাহ তাকে নেককার লোকদের দলভুক্ত করে নেন! আমিন!
১১ মে ২০১৫ দুপুর ০২:০৯
260502
আহমেদ ফিরোজ লিখেছেন : ওয়ালাইকুম আস্সালাম। অনেক ধন্যবাদ আপনাকে।
319076
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শেষ পর্যন্ত রনি অন্তত একজন জাময়াত সমর্থকের একটা পোস্ট উপহার পেয়েছে। তাহলে কি বুঝা যায় রনি সফল ? আসলে রনির এমনই হয়। ধন্যবাদ
১১ মে ২০১৫ দুপুর ০২:০৮
260501
আহমেদ ফিরোজ লিখেছেন : রনি ভদ্র সেজে আমাকে পটাতে সফল হলে কি তার জন্য দোয়া করা যাবে না???
হুদাইবিয়াতে কাফেরদের অনেক অনৈতিক শর্ত নবীজি মেনে নেয়ায় কাফেররাও সাময়িক ভেবেছিলো তারা সফল। কিন্তু....
319079
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : জামাত শিবিরের ফেসবুকীয় কর্মীদের আবেগ টা একটু বেশি!!!!!
আকারে ইংগিতে তাদের পক্ষে অথবা সরকারের বিপক্ষে কিছু বল লেই উক্ত ব্যক্তিকে নিএজদের আপন লোক ভেবে নিয়ে তাঁর প্রতি ভালবাসায় গদ গদ হয়ে উঠে সেকেন্ডে সেকেন্ডে স্ট্যাটাস দিয়ে তাঁর প্রতি ভালবাসার জানান দেয়!

ফরহাদ মজহার, আসিফ নজরুল, রনি, মাহি, আন্দিলিব সবি জামাত শিবিরের লোক!!!! ঠেলাটা তখন বুঝে যখন রনিরা সুঁই হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হয়!

আপনার সুরেই বলব, আল্লাহ্‌ তাকে সঠিক বুঝ দান করুন।
১১ মে ২০১৫ দুপুর ০২:০৪
260499
আহমেদ ফিরোজ লিখেছেন : জামায়াতে সুঁই হয়ে ডুকার কোনো সুযোগ নাই ভাইজান। জামায়াতে ডুকতে হলে সবার আগে সমর্থক ফরম পূরন করতে হবে। এরপর পরীক্ষার মাধ্যমে কর্মী, রোকন প্রার্থী, রোকন। জামায়াত শিবির এদেশে সৃষ্টি হয়েছেই খারাপ মানুষগুলোকে ইসলামের পথ দেখিয়ে ঐক্যবদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করা। রনি সেই টার্গেট থেকে বাদ পড়বে কেনো?
320136
১৫ মে ২০১৫ রাত ০১:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক,অনেক, ধন্যবাদ আপনাকে।
১৫ মে ২০১৫ দুপুর ১২:১৬
261277
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
320340
১৬ মে ২০১৫ দুপুর ০১:৪৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File