জল্লাদের দরকার কি? এসব সম্পাদকদের ডেকে নিলেইতো হয়!!

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৯ এপ্রিল, ২০১৫, ০৩:৫০:২০ দুপুর



যেকোনো কারনেই হোক গুগলে ‘কামারুজ্জামানের কবর’ লিখে সার্চ দিলাম। গুগলের সার্চ রেজাল্ট আমাকে পুরাই অবাক করে দিলো।

কবর নিয়ে শুধু নিউজই নয়, সাথে কামারুজ্জামানের অনেকগুলো কবরের ছবিও চলে এসেছে!! অথচ কামারুজ্জামান এখনো মারাই যাননাই, দিব্বি বেঁচে আছেন!!

এসব রেজাল্ট নিশ্চই গুগলের নিজস্ব তৈরি করা নয়। এগুলো নিউজে এসেছে বলেই গুগল সার্চে এসেছে।

আরো একমাস আগেই বাংলানিউজ কামারুজ্জামানের কবরের নিউজ করে ফেলেছে। কিছু কিছু নিউজ সাইট আরো আগেই করে ফেলেছে।

আপিলে তার মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা তা জানার আগেই যেনো তারা কবর দেয়ায় ব্যস্ত হয়ে গেছে।

কামারুজ্জামানের বাড়িতে গিয়ে তার বড় ভাইকে ডেকে এনে কবর কোন যায়গায় হবে সেটা জিজ্ঞেস করছেন। আর দেখানো অবস্থায় সেই ছবি পত্রিকায় দিচ্ছেন। গতবছরের এমনি একটি ছবি নিচে দেখুন।



সাংবাদিকদের এমন অমানবিক বাড়াবাড়িতে কামারুজ্জামানের স্বজনরাও বিরক্ত। তারা এখন সাংবাদিকদের সাথে কথাও বলতে চাচ্ছেন না।

বাংলানিউজ-বিডিনিউজদের ভাবভঙ্গি দেখলে মনে হয়, পারে আর না পারে তাদের নিউজরুমটাকেই ফাঁসির মঞ্চ বানিয়ে কামারুজ্জামানকে এনে ফাঁসি কার্যকর করে এখনই কবর দিয়ে দেয়!!

কার আগে কে আপডেট দিবে, নিউজ হিট করাবে, সাইটের অ্যালেক্সা র্যাংকিং বাড়াবে, এসব ধান্ধাতো আছেই, তারচেয়ে বেশি উঠেপড়ে লেগেছে আদর্শিক দ্বন্দ্বের কারনে। এসব করতে গিয়ে তারা বিবেককে দিচ্ছে বিসর্জন!! সাংবাদিকতাকে করছে কলুষিত!!

অনলাইন পত্রিকার একজন সাংবাদিকের পোষ্ট সেদিন চোখে পড়লো। তিনি লিখেছেন-

“কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকর এখন সময়ের ব্যপার মাত্র সরকারের কাছে। তবে রায় কার্যকর হওয়ার পূর্বেই ‘কামারুজ্জামানের রায় কার্যকর’ নিউজ লিখতে বসেছি। এটাই সাংবাদিকতা .. . feeling….পেশায় আমি হারিয়েছি বাক শক্তি”



এই সাংবাদিক অবশ্য বাকশক্তি হারানোর অনুভুতি ব্যাক্ত করে নিজের অক্ষমতাকে প্রকাশ করেছেন। আই মিন তিনি বাধ্য হয়েই এমনটা করছেন। সম্পাদকরাই তাদের বাধ্য করছেন এমনটা করতে।

রিভিউ খারিজের দিন থেকে প্রতিদিনই রাতেরদিকে ব্রেকিং শিরোনাম হচ্ছে “আজ ফাঁসি হচ্ছে না”। মনে হয় যেনো সরকারের দায়িত্বশীল কেউ বলেছিলো যে আজকে ফাঁসি হবে?

অর্থাৎ ফাঁসি না হলে আর ওনাদের শান্তি হচ্ছে না।

কালকে একটা শিরোনাম দেখলাম ‘৫ জল্লাদ প্রস্তুত’। নিউজটা পড়ে ভাবলাম জল্লাদের দরকার কি? এসব অতিউৎসাহী সম্পাদকদের ডেকে নিলেই তো হয়। তারা উৎসাহের সাথেই ফাঁসি কার্যকর করে দিবে!! সাথে মনের খায়েশটাও মিটাতে পারবে!!

নেপোলিয়ন আজ বেঁচে থাকলে হয়তো বলতেন, আমাকে কয়েকটি মিডিয়া দাও আমি তোমাকে একটি বিবেকহীন জাতি দিবো!!

অনেকে আরেকটু রসাত্বকভাবে বলেন, আমাকে কয়েকটি মিডিয়া দাও আমি শেখ মুজিবকেও রাজাকার বানিয়ে দেবো।

শুনেছি কিংবা কোথাও পড়েছি সাংবাদিকরাই জাতির বিবেক। জাতির সেই বিবেকের এ অবস্থা হলে জাতির কি অবস্থা হবে সেটা সহজেই অনুমেয়।

একজন ব্যাক্তিকে হত্যা করতে এভাবে উঠে পড়ে লাগতে হবে? আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পেরে এমন ঘৃণ্য পন্থা?

বিষয়: বিবিধ

১০৫৮৮ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313895
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৪
প্রেসিডেন্ট লিখেছেন : সেলুকাস! বিচিত্র এই হাম্বাদিক সমাজ।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৭
254894
আহমেদ ফিরোজ লিখেছেন : কিছু অভদ্রের কারনে বাকিরাও করতে বাধ্য হচ্ছে.....। পুরো সাংবাদিক সমাজ কিন্তু খারাপ না। ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনাকে প্রথম পেলাম আমার লেখায়। আমি অবশ্য নতুন এবং ছোট মানুষ। আপনার টাইমলাইন ঘুরে বুঝলাম অনেক পুরনো ও বড়মাপের লেখক আপনি। দোয়া করবেন।
313903
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৩
হতভাগা লিখেছেন : এরকম এক একটা খবরে জাশিদের পিলে চমকে যাবে , যেমনটা তাদের কাজে পিলে চমকে যেত ৭১ এ সাধারণ অসহায় মানুষদের ।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৩
254901
আহমেদ ফিরোজ লিখেছেন : এসব খবরে জাশিরা পিলে চমকায় কিনা জানিনা। তবে তারা এসব খবরে আমার মত ব্যপক হাসেও বটে। আর ৭১এ তাদের কাজে পিলে চমকানো নেই অসহায় মানুষগুলা এখন কোথায়? সবাই তো মরে যাবার কথা না। ভাড়া করে সাক্ষী(চোর, বাটপার, ভুমিদস্যু) দেয়া লাগে কেনো? আর নির্যাতিতের আপন ভাইকে(সুখরঞ্জন বালি) সাক্ষ্য থেকে বিরত রাখতে কিডন্যাপ কেনো????
এসবের পর আমি কিভাবে বিশ্বাস করবো যে তারা ৭১ আসলেই কোনো অপরাধ করেছে??
313904
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পোস্টের জন্য পিলাচ দেয়া যায় নিঃসন্দেহে.....।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৭
254900
আহমেদ ফিরোজ লিখেছেন : পিলাস শব্দটার মানেই এখনো বুঝলামনা আব্দুর রহিম ভাই..।
313906
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৪
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৪
254904
আহমেদ ফিরোজ লিখেছেন : ?????
313911
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগল
অনেক ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৪
254903
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ আব্দুল মতিন ভাই।
313914
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেন এমন সংবাদ করবে নয়া, যখন তাদের নিশ্চিতভাবেই জানানো হয়য়, ফাঁসি হবেই!!!! নির্দিষ্ট সময়ে, যদিও আল্লাহ্‌ না চাইলে কার বাপের সাধ্য উনাকে কবর দেয়ার!

আর এখনতো হাতে এক খান ক্যামেরা ধরায়ে দিলেই সাংবাদিক হয়ে যায়!

সালাউদ্দিন কাদের বলেছিল, "বাংলাদেশে আজব এক মেশিন আছে, যার একদিক দিয়ে রাজাকার ঢুকালে মুক্তিযোদ্ধা বের হয়ে আসে"! মুজিব বেঁচে থাকলে হয়তো এই মেশিনের কল্যাণে হয়ে যেতেন রাজাকার!!!!

এই দেশে সব অসম্ভবগুলোই একটা একটা সম্ভাবনা এবং বাস্তবতা।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৯
254908
আহমেদ ফিরোজ লিখেছেন : তা ঠিক বলছেন সালাউদ্দিন ভাই। এখন বিচারকের রায় আগে থেকেই সবাই জানে এবং জানানো হয়।
এজন্য আপিল করার আগেই তারা জানে ফাঁসি হবেই। তাই তখন থেকেই কবরের খোঁজও নেয়া শুরু করেছে।
313917
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পারছেনা নিজেরাই খুন করে এরপর ব্রেকিং নিউজ লিখে.....।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০০
254909
আহমেদ ফিরোজ লিখেছেন : এজন্যই বললাম জল্লাদের দরকার কি, তাদের ডেকে নিলেই তো হয়!!! মনের খায়েসটা মিটিযে আসুক। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
313919
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৭
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ আপনাকে। আপনিতো আমাকে লজ্জাই ফেললেন। আমি মোটেও বড় মাপের কেউ নই। তবে ব্লগে নিয়মিত কিছু লেখার চেষ্টা করি।

অবশ্যই সব সাংবাদিক এক নয়। আমার বাবাও সাংবাদিক ছিলেন। আমি হাম্বাদিক বলতে সেই বিশেষ কালারের সাংবাদিকদের বুঝিয়েছি।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৩
254910
আহমেদ ফিরোজ লিখেছেন : সেটা বুঝছি মাননীয় প্রেসিডেন্ট মহোদয়। ফের মন্তব্য করায় ধন্যবাদ। আর আপনার ওয়ালে সত্যই অনেক মূল্যবান লেখা দেখেছি। আমার মত হাবিযাবি লিখেন না আপনি। যাযাকাল্লাহ।
313932
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশ আজ দুই ভাগে বিভক্ত এক পক্ষ সত্যের পক্ষে আরেক পক্ষ মিথ্যের পক্ষে মিডিয়া তার বাহিরে নয়।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫০
254930
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক বলছেন শাহীন ভাই। এই বিরোধ/বিভক্তি পৃথিবীর শেষ অব্দি থাকবে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা পরিচয় করিয়ে দিতেই আমাদের লেখালেখি। এটাও আজীবন থাকবে।
১০
313937
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৬
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : এই দেশেরর সরকার এবং এদেশের জাতির বিবেক বলে কথিত সাংবাদিকরা এখন সারা বিশ্বের নিকট আজব চিরিয়া। আর চিরিয়াদের কাজই তে আজব আজব কথা বলে বা সংবাদ প্রচার করে জাতিকে বিভ্রান্ত করে নিজেদের ফায়দা হাসির করা। এখানে সত্য মিথ্যার পার্থক্যের তো প্রয়োজন নেই। যেমন হয় হউক ফায়দা হাসিল হলেই হলো।
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
254941
আহমেদ ফিরোজ লিখেছেন : তাই দেখছি ভাই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।
১১
313945
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
আহমেদ ফিরোজ লিখেছেন : তাই দেখছি ভাই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।
১২
313956
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই জন্যই তো এডভোকেট তাজুল ইসলাম বলেছিল "যদি বিডি নিউজ, প্রথম আলো, একাত্তোর টিভির, মত কিছু কিছু মিডিয়ার মত কিছু মিড়িয়া আমার থাকত তাহল আমি স্বয়ং বঙ্গবন্ধুকে রাজাকার প্রমান করতে পারতাম।"
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৫
254968
আহমেদ ফিরোজ লিখেছেন : ও তাইলে তাজুল ভাইই এই কথার জনক। জানতামনা। সেটাই লেখায় বললাম ভাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩
313963
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
শেখের পোলা লিখেছেন : এসবই স্বপ্ন এসবই চেৎনা৷ শ্বশান বাংলা সোনার হতে চলেছে, তাই এই মহোৎসব৷ বাংলার মুসলীম গরু কেনার সময় লেজ তুলে দেখেনি গাই না বলদ কিনছে,অথচ দুধের আশাছিল কব্জিডোবা চাই৷ স্যরি৷
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৩
254967
আহমেদ ফিরোজ লিখেছেন : শ্বশান বাংলা সোনার হতে চলেছে নাকি সোনার বাংলা শ্বশান হতে চলেছে...Happy মিসটেক নাকি মজা করলেন। শেষের কথা পড়ে হাসিও আসলো। তবে কথাটা টক হলেও মূল্যবান। ধন্যবাদ কমেন্টের জন্য।
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
255121
শেখের পোলা লিখেছেন : সোনার বাংলা শ্বশান হয়ে গিয়েছিল ৭১ এর আগেই৷ বড় বড় পোষ্টারে প্রশ্ন করেছিলেন বাঙ্গালীর আব্বা হুজুর, 'সোনার বাংলা শ্বশান কেন?'তাইনা দেখে বাঙ্গালী ঝাঁপিয়ে পড়েছিল৷ এ অবস্থা আর চলতে দেওয়া যায়না৷ আমরা আলাদা হতে চাই৷ হয়েছিও৷ তাই সেই শ্বশানকেইতো এখন সোনার করে চলেছি৷ অনেকখানি হয়ে গেছেও৷ আশাকরি এবার বুঝেছেন৷
১৪
313977
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:২২
আবু জান্নাত লিখেছেন : সাংবাদিকতার ও একটা সীমা থাকা দরকার। ফালতু সাংবাদিকে আজ দেশ ভরে গেছে। আসল সাংবাদিকরা আজ বড় অসহায়। ধন্যবাদ ফিরোজ ভাই।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩২
254975
আহমেদ ফিরোজ লিখেছেন : আসলরাও আজ তাদের হলুদদের চাপে হালকা হলদে হয়ে যেতে বসেছে...। পরিবেশ বাধ্য করছে। আশাকরি এই পরিবেশ চেইঞ্জ হবে। আবার হলুদদের আকাল আসবে। ধন্যবাদ আবু জান্নাত ভাই।
১৫
313993
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সাংবাদিকদের ক্ষমতা মুখে মুখেই।
একটা পটকার আওয়াজ শুনলে উনারা টেবিলের তলে লুকান!
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৯
255009
আহমেদ ফিরোজ লিখেছেন : পরে টেবিলের নিচ থেকে বেরিয়ে নিউজ করে এই পটকার সাথে জামাত শিবির জড়িত।
১৬
314026
১০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই।
চরম অন্যায়ের বিরুদ্ধে শাণিত লিখনির জন্য জাজাকাল্লাহু খাইর।
১০ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৭
255084
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ। হাবিজাবি জগাখিচুড়ি লিখি। যখন মনে যা আসে। শাণিত লিখনির ধারকাছেও যাইনি। দোয়া করবেন যেনো ভালো লিখতে পারি। জাজাকাল্লাহ।
১৭
314074
১০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১৬
মাজহারুল ইসলাম লিখেছেন : এইসব অনলাইন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া সম্পাদকেরা মানুষের কাতারে পড়ে কিনা আমার সন্ধেহ হয়।
শুধু সম্পাদকেরা না ভাই কিছুই উঠতি সাংবাদিক আছে যারা অভাবে এইসব নিউজ করে জনপ্রিয় হওয়ার জন্য।

সর্বোপরি লেখাটা ভালো লাগলো।
১০ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪০
255085
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ ভাই। সম্পাদকদের কেবল জল্লাদের যায়গায় আমন্ত্রন জানিয়েছি। বেশিরভাগই তো হলুদ সাংবাদিক। সবাইই সুযোগের সদ্ব্যাবহার করতে চায়। জাজাকাল্লাহ
১৮
314215
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৮
আশাবাদী যুবক লিখেছেন : সাংবাদিকরা এখন আর খবরের পিছনে ছোটেননা, নিজেরাই খবর তৈরি করেন ৷
১৯
315078
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২২
256150
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File