খালেদাকে নবী সা: এর সাথে তুলনা(!) এবং আ.লীগের ধর্মব্যবসা
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৭ এপ্রিল, ২০১৫, ১১:২৭:৫০ রাত
খালেদা আসলেই কতটুকু শিক্ষিত আমি বলতে পারবো না। তবে তাকে প্রায়ই দেখি বিদেশীদের সাথে দোভাষী ছাড়াই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে। তখন আমার কাছে মনে হয়না বিএনপি নেত্রী অশিক্ষিত।
তবে হতেও পারে তিনি কম শিক্ষিত। কারন অনেক মূর্খ মানুষকেই দেখি বিদেশ গিয়ে দেদারছে উর্দু আরবি ইংরেজিতে কথা বলতে। চেষ্টা করলে সবই সম্ভব।
তবে বিএনপি সমর্থকদের একটি অংশ মানতেই নারাজ যে তিনি কম শিক্ষিত। আবার কেউ কেউ মানলেও বলেন যে তিনি স্বশিক্ষিত। আই মিন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি নিজে নিজেই ঘরোয়াভাবে শিক্ষা লাভ করেছেন।
শেষাংশেরই একজন সমর্থক খালেদার সাবেক সহকারী সচিব মহিউদ্দিন খান মোহন।
বাংলামেইলে আসছে, গত ৩০ মার্চ এটিএন নিউজের টকশো অনুষ্ঠান ‘নিউজ আওয়ার এক্সট্রা’য় প্রতিপক্ষের বক্তব্যের জবাবে তিনি বলেছিলেন, "খালেদা জিয়া মহানবী হযরত মুহম্মাদ (সা.) এর ন্যায় স্বশিক্ষিত, দুজনের কারোই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।"
এই নিউজ পড়ে আমি নিজেও নাউজুবিল্লাহ পড়েছি। কিন্তু যখন ইউটিউবে সরাসরি বক্তব্যটি শুনলাম তখন বুঝলাম একটি বক্তব্যের সামন্য বিকৃতি কতটা বিভ্রান্তি তৈরি করতে পারে!!
মুলত তিনি বলেছেন, “বললে বড় কথা হবে, আমাদের নবীজি সা: ও তো প্রাতিষ্ঠানিক শিক্ষিত ছিলেন না। তাঁর চেয়ে বড় নেতা কি দুনিয়াতে আছে? সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় কোনো ক্ষেত্রে তিনি কম ছিলেন?”
মূল বক্তব্যটি শুনে বুঝা গেলো যে তিনি তেমন খারাপ কিছু বলেন নি।
নবীজির সাথে যে কোনো কিছুই তুলনা করা যাবেনা তা কিন্তু নয়। যেমন আপনি যদি বলেন, নবীজি সা: ইসলাম প্রচার করতে গিয়ে যেভাবে নির্যাতনের স্বীকার হয়েছিলেন, এই ব্যাক্তিও সেরকমই নির্যাতনের স্বীকার হচ্ছেন।
অর্থাৎ কাজটি নবীজির নির্দেশিত কাজ হতে হবে। যেমন তিনি ইসলামী আন্দোলন করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, অন্যায়ের বিরোধীতা করতে বলেছেন ইত্যাদি। এগুলো করতে গিয়ে তাঁর মত সমস্যার সম্মুখিন হলে বলা যেতে পারে যে নবীজিরও এমনটি হয়েছিলো। সেই তুলনা কখনোই ধর্মীয় অনুভুতিতে আঘাতের পর্যায়ে পড়বে না।
কিন্তু দুঃখের ব্যপার হলো, এমন হাস্যকর অভিযোগেই নিজামী সাঈদীদের গ্রেপ্তার করা হয়েছিলো!!
নবীজি সা: কখনো বলেননাই যে, পড়ালেখা করোনা। আমার মত প্রাতিষ্ঠানিক শিক্ষিত না হয়ে স্বশিক্ষিত হও!! তাই এক্ষেত্রে কখনোই তুলনা দিয়ে বলা যাবেনা যে নবীজির মত আমিও স্বশিক্ষিত বা নবীজি প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি তাই আমিও নেইনি। যদিও মোহন সাহেব এমনটি বলেননাই।
এক্ষেত্রে ঐ টকশোতে উপস্থিত আওয়ামী লীগ এমপি হাবিব এ মিল্লাতের জবাবটা প্রশংসনীয় ছিলো (যদিও তিনি মোহন সাহেবকে প্রশ্নবিদ্ধ করতেই জবাবটি দিয়েছেন)।
তিনি বলেছিলেন, “১৫০০ বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নবী করিম (সা.) বলেছিলেন, তোমার শিক্ষার জন্য চীন পর্যন্ত যাও। কিন্তু বেগম খালেদা জিয়ার বাসার পাশে স্কুল থাকা স্বত্বেও তিনি স্কুলের গণ্ডী পেরোতে পারেননি। সুতরাং আমরা যখন স্বশিক্ষিত-অশিক্ষিত বলি তখন আমাদের একটু চিন্তা ভাবনা করে বলতে হবে।”
এখন কথা হলো, ঘটনার এক সপ্তাহ পর হঠাৎ করে আজকে এই বিষয়ের অবতারনা কেনো?
কারনটা হলো, ঐ মন্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে আজ(৭-৪-১৫) আদালতে একটি মামলা দায়ের করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক।
মামলাকারীর পরিচয় শুনে নিশ্চই ধাঁধায় পড়ে গেছেন যে, তাঁর মামলার পেছনে আসলে উদ্দেশ্য কি?
ধর্মীয় অনুভুতিতে আঘাতের ব্যপারটাই মূল উদ্দেশ্য? কিংবা আদৌ কি এতে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার মত কোনো কিছু ঘটেছে? নাকি দোষী ব্যাক্তির রাজনৈতিক পরিচয়টাই মূল কারন?
এমন ধাঁধায় পড়ার পেছনেও কারন আছে। কারন আমরা ওনাকে দেখিনি নাস্তিক ব্লগারদের ভয়ংকর সব ধর্মীয় অবমাননামূলক মন্তব্যের বিরুদ্ধে মামলা করতে! আমরা দেখিনি কাদের সিদ্দিকীসহ আওয়ামী মন্ত্রীদের ইসলাম বিদ্ধেষী মন্তব্যের বিরুদ্ধে মামলা কিংবা টু শব্দটিও করতে!!
এজন্যই মূলত সন্দেহের অবকাশ। কারন এটা যে আওয়ামী সমাজ! এদের আবার ধর্ম অবমাননা!! যারা কিনা ধর্মকেই নিষিদ্ধ করে দিতে চায়। যেই দলের নেত্রীর পুত্র বোরকা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সেটা কমানোর পরিকল্পনা নেয়!!
হুম! সুযোগ পেলেই ধর্মের বারোটা বাজানো, আবার সুযোগ পেলেই নিজস্বার্থ হাসিলে ধর্মের জন্য মায়াকান্না!! একেই বলে ধর্মব্যবসা!
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন। বিরোধীরা বললেই আওয়ামী ধর্মানুরাগীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লাগে! যেমন লেগেছিল ২০০৯ সালে, জামাতে ইসলাম নাকি নিজেদের রাসূলের সাথে তুলনা করেছেন!
কিন্তু আপনি এক কথাকে অন্য কথায় নিয়ে ভন্ডামী করেছেন তার প্রমাণ আপনি দেখুন এই ভিডিওতে https://youtu.be/sJqf2k458os
বাংলা নিউজওয়ালরা আজীবন ইসলামের বিরুদ্ধে নিউজ রিপোর্ট করেছে! আজ কেন ইসলামের পক্ষে একটু ভেবে দেখা কি উচিত ছিলো না?
ওরা সার্থের জন্য ইসলামকে প্রতিনিয়ত জঙ্গি প্রমাণিত করার জন্য যুদ্ধ ঘোষণা করেছে!!!
ধন্যবাদ সংশোধন করার জন্য!
শিরোনামটা সংশোধন করা আরো বেশি জরুরী ছিলো।
অতি ভক্তি চোরের লক্ষণ, কিছু মানুষ দুই নেত্রীর প্রসংশায় এতই অগ্রগামী যে নিজের ফরজ ত্যাগ করে চলে। যেমন কোন এক মহিলা মুখ ঢাকতে গিয়ে কাপড় তুলতে তুলতে নিজের নিতম্ব পর্যন্ত দেখিয়ে দেয়। কেই আবার লুঙ্গী খুলে পাগড়ি বাঁধে। এগুলো হল অতি ভক্তি চোরের দাদা। মামলাটিও ষড়যন্ত্র থেকে খালি নয়। কুকুরের কাজ কুকুরে করেছে, আওয়ামীলীগ যদি ভালো লোক হয় তা হলে কুকুরের পায়ে কামড় দিবে কেন?
জাযাকাল্লাহ খাইর
শামীম ওসমানও তো ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন সে তার আমেরিকায় পালিয়ে যাওয়াটাকে নবীজীর হিজরতে সাথে তুলনা করেছিলেন । সেটা বলাতে কি সমস্যা হয়েছে ?
তবে এ টুকু বলতে পারি আবার তোরা মানুষ হ।
আমরা বলে থাকি- আমাদের চরিত্রকে রাসূল (সাঃ) এর মত করে গড়ে তুলতে হবে, আমাদের ঈমানকে রাসূল (সাঃ) এর মত মজবুত করে তুলতে হবে। সেটা কি তাহলে অন্যায়?
আওয়ামীরা ধর্ম মানেনা, তবে ধর্ম নিয়ে ব্যবসা করতে তাদের জুড়ি নেই।
এটাই মূল কথা। ধন্যবাদ প্রেসিডেন্ট মহোদয়।
মন্তব্য করতে লগইন করুন