অজপাড়া গাঁ-টাই ভালো ছিলো....

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০২ এপ্রিল, ২০১৫, ০৭:০৫:৪১ সন্ধ্যা



দুমাস হলো ভাইটি ঢাকায় এসছেন। আসছেন চট্রগ্রাম থেকে। শিবির নিয়ন্ত্রিত চট্রগ্রাম কলেজে পড়াশুনা করতেন। এখন IELTS করছেন বিদেশ যাওয়ার জন্য।

একা একা মেসে ভালো লাগছিলোনা। একা একা বলতে কারাগারে শহস্র অপরাধীর মাঝে একজন নিষ্পাপ কয়েদি নিজেকে যেরকম একা একা অনুভব করেন।

অনেক খুঁজে আমাদের খোঁজ পেয়েছেন। সেদিন আমাদের মেসে এসেছিলেন। কথা হচ্ছিলো ওনার সাথেই।

বলছিলেন, চট্রগ্রামে থাকাবস্থায় ফযরের পর একদিনও কোরআন তেলাওয়াত মিস হতোনা। অথচ এখানে গত একমাসে মাত্র দুদিন কোরআন তেলাওয়াত করেছি!! রুমে কোরআন রাখাটাও এখানে অনিরাপদ।

অন্য মেস মেম্বারদের নাম শুনে মুসলমান মনে হলেও কাজেকর্মে বুঝার উপায় নেই!! এক ওয়াক্ত নামাজতো পড়েইনা এমনকি সাপ্তাহিক জুমার নামাজটাও পড়েনা!!

বললেন, চট্রগ্রামে এটা কল্পনাও করা যায়না। মনে হচ্ছে যেনো, কেয়ামত সম্পর্কিত নবীজির ভবিষ্যৎবানী এখানে পুরোই কায়েম হয়ে গেছে!!

তার চোখেমুখে বিষ্ময়! এ কোথায় এসে পড়লাম আমি?

ঢাকায় প্রথম এসে আমিও এই ভাইটির মত এমন অবাক হয়েছিলাম। কিন্তু এখন আর হইনা।

কিছু মানুষ পরিবেশকে বদলায়, সেই পরিবেশ আবার বাকি তামাম মানুষদেরই বদলে দেয়।

শহর মানেই যেনো রাত ১২টার আগে ঘুম নয়, স্মার্ট ফোন আর ইন্টারনেটের কল্যানে ইদানিং সেটা ১টায় গিয়ে ঠেকেছে! ফযরে উঠাটা যেনো টাফ হয়ে গেছে! আর ফযরের পর ঘুম? সেতো রাতের ঘুমেরই একটা অংশ যেনো!!

অথচ, গ্রামে যখন ছিলাম, রাত ৯টায়ই ঘুমিয়ে যেতাম। ফযরের পর ঘুম যেনো আজিব ব্যপার ছিলো। কুরআন পড়াটা রুটিনমাপিক ছিলো।

অবশ্য এখন গ্রামেও শহরের ছোঁয়া লাগতে শুরু করেছে। সেই গ্রাম এখন আর নেই। ধীরে ধীরে আধুনিক হচ্ছে।

অজপাড়া গাঁ-টার কথা আজ খুব মনে হচ্ছে, কতইনা ভালো ছিলো আমার সেই অজপাড়া গাঁ-টা.....

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312477
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সব যেন বদলে যাচ্ছে আমাদের নিজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
253512
আহমেদ ফিরোজ লিখেছেন : বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ
312479
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
আফরা লিখেছেন : জী ভাইয়া দুনিয়া উন্নত হচ্ছে আমাদের জীবন যাত্রাও পরিনর্তন হচ্ছে । এটাই স্বাভাবিক ।
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
253519
আহমেদ ফিরোজ লিখেছেন : তা ঠি বলছেন। জীবনটা এখন পরীক্ষামুলক হয়ে গেছে বেশি। সবক্ষেত্রেই।
312484
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পরিবর্তন হতে হতে কখন যেন কেয়ামত এসে আরো পরিবর্তন করে দেয় আল্লাহই ভালো জানেন! খুব সুন্দর করে লিখেছেন ভাইয়া! নিয়মিত লিখুন সাথেই পাবেন....ইনশা-আল্লাহ!
০২ এপ্রিল ২০১৫ রাত ০৮:২০
253534
আহমেদ ফিরোজ লিখেছেন : অনেক ধন্যবাদ। পুরনোদের অনুপ্রেরনাই আমাদেরে নতুনদের উৎসাহ
312490
০২ এপ্রিল ২০১৫ রাত ০৮:০০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় শ্রদ্ধেয় ভাইয়া। অনেক হৃদয়স্পর্শী লিখা। আপনার লিখা পড়ে মনের অজান্তেই আমার প্রিয় গাঁ থেকে বেড়িয়ে এলুম।


হৃদয় ছোঁয়া লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০২ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৮
253536
আহমেদ ফিরোজ লিখেছেন : শুকরিয়া,
০২ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৬
253577
আহমেদ ফিরোজ লিখেছেন : ওয়ালাইকুম আস্সালাম।
312525
০২ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪২
আবু জান্নাত লিখেছেন : চমৎকার বর্ণনা,
গ্রামে ছিলাম ভালোই ছিলাম, কেন এলাম শহরে,
নামাজ কোরআন ছাইড়া এখন কেমনে যাব কবরে।
জাযাকাল্লাহ খাইর।
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:০৫
253554
আহমেদ ফিরোজ লিখেছেন : শহরে না আসলে হয়তো ব্লগ কি জিনিস জানতামনা,
ইসলাম প্রচার হতোনা আর কবির দেখাও মিলতোনা।।
Smug
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:০৯
253556
আবু জান্নাত লিখেছেন : লজ্জা দেওয়ার তো একটা সীমা আছে ভাই, আমাকে কবি বললেন, Happy হাসবো নাকি Crying কাঁদবো?
০২ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৭
253573
আহমেদ ফিরোজ লিখেছেন : লজ্জা পাওয়া ভালো মানুষের লক্ষণ। আর আপনি কবি নন, তবে কবিদের বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান।
312531
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:০৯
দ্য স্লেভ লিখেছেন : অবশ্য এখন গ্রামেও শহরের ছোঁয়া লাগতে শুরু করেছে। সেই গ্রাম এখন আর নেই। ধীরে ধীরে আধুনিক হচ্ছে।
০২ এপ্রিল ২০১৫ রাত ১১:৪১
253574
আহমেদ ফিরোজ লিখেছেন : হুম.. এজন্যই আমি কেবল গ্রাম নয়, আগেকার সেই অজপাড়া গাঁ-টাকেই মিস করছি.. যেটাতে লাগেনি আধুনিকতার কোনো ছোঁয়া
312538
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব জায়গা থেকেই এখন উঠে যাচ্ছে কুরআন।
এই দেশে এখন কুরআন শিক্ষা বেআইনি।
০২ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৩
253575
আহমেদ ফিরোজ লিখেছেন : তাইলে কি আর বড় বড় বোতল খাওয়া যাবে? মোল্লারা কোরআন পড়ে আবার ফতোয়া দিয়ে বসবে না??
312539
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৫১
আবু জারীর লিখেছেন : আমরা সুন্নাত ছেড়ে বেদাতের পিছনে ছুটছি পাগলের মত। আল্লহা মুমিনদের হেফাজত করুন।
ধন্যবাদ।
০২ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৩
253576
আহমেদ ফিরোজ লিখেছেন : আমিন, সুম্মা আমিন।
312551
০৩ এপ্রিল ২০১৫ রাত ১২:০৫
দিগন্তের সূর্য লিখেছেন : এটাতে ভয় হতাশ হওয়ার কিছু নাই। আসুন আমরা পরিবর্তন করার জন্য লড়াই করি।
০৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৩
253589
আহমেদ ফিরোজ লিখেছেন : সেই লড়াইয়ে সামিল বহু দিন থেকে
১০
312576
০৩ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : রুমে কোরআন রাখাটাও এখানে অনিরাপদ।
......................
আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি? কোরআন রাখার কারনে যদি নিরাপত্তাহীনতায় থাকতে হয় একজন মুসলিমকে এরচেয়ে কষ্ট আর কি হতে পারে???

আমরা বুকে আর কত কষ্ট চাপা দিয়ে রাখব? আল্লাহ আমাদের সহায় হোন আমিন।

০৩ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৫৩
253620
আহমেদ ফিরোজ লিখেছেন : এই পরিবেশ তৈরি করেছে গুটিকয়েক জালিম, মুনাফিক; আর সেই বিরুপ পরিবেশের স্বীকার হয়ে পথভ্রষ্ট হচ্ছে পুরো জাতি!!!
০৩ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০১
253630
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ ঠিক বলেছেন!
১১
313652
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫২
খান জুলহাস লিখেছেন : হাটু কাদা ভেঙ্গে স্কুলে যাওয়া। রাস্তার মাঝে মাঝে ভাঙ্গা। বর্ষা কালে ছোট পুকুরে পরিনত হতো। স্কুলে না ভিজে যাওয়ার চেষ্টা আর আসার সময় বৃষ্টির পানি আর কাদায় ভেজা। সেই দিনগুলি আধুনিকতার ছোয়া না থাকলেও আসলেই মজার ছিলো। তবে প্রচুর মিস করছি।
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৪
254597
আহমেদ ফিরোজ লিখেছেন : সেগুলো প্রাকৃতিক মজা, এখনকারগুলো কৃত্রিম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File