অজপাড়া গাঁ-টাই ভালো ছিলো....
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০২ এপ্রিল, ২০১৫, ০৭:০৫:৪১ সন্ধ্যা
দুমাস হলো ভাইটি ঢাকায় এসছেন। আসছেন চট্রগ্রাম থেকে। শিবির নিয়ন্ত্রিত চট্রগ্রাম কলেজে পড়াশুনা করতেন। এখন IELTS করছেন বিদেশ যাওয়ার জন্য।
একা একা মেসে ভালো লাগছিলোনা। একা একা বলতে কারাগারে শহস্র অপরাধীর মাঝে একজন নিষ্পাপ কয়েদি নিজেকে যেরকম একা একা অনুভব করেন।
অনেক খুঁজে আমাদের খোঁজ পেয়েছেন। সেদিন আমাদের মেসে এসেছিলেন। কথা হচ্ছিলো ওনার সাথেই।
বলছিলেন, চট্রগ্রামে থাকাবস্থায় ফযরের পর একদিনও কোরআন তেলাওয়াত মিস হতোনা। অথচ এখানে গত একমাসে মাত্র দুদিন কোরআন তেলাওয়াত করেছি!! রুমে কোরআন রাখাটাও এখানে অনিরাপদ।
অন্য মেস মেম্বারদের নাম শুনে মুসলমান মনে হলেও কাজেকর্মে বুঝার উপায় নেই!! এক ওয়াক্ত নামাজতো পড়েইনা এমনকি সাপ্তাহিক জুমার নামাজটাও পড়েনা!!
বললেন, চট্রগ্রামে এটা কল্পনাও করা যায়না। মনে হচ্ছে যেনো, কেয়ামত সম্পর্কিত নবীজির ভবিষ্যৎবানী এখানে পুরোই কায়েম হয়ে গেছে!!
তার চোখেমুখে বিষ্ময়! এ কোথায় এসে পড়লাম আমি?
ঢাকায় প্রথম এসে আমিও এই ভাইটির মত এমন অবাক হয়েছিলাম। কিন্তু এখন আর হইনা।
কিছু মানুষ পরিবেশকে বদলায়, সেই পরিবেশ আবার বাকি তামাম মানুষদেরই বদলে দেয়।
শহর মানেই যেনো রাত ১২টার আগে ঘুম নয়, স্মার্ট ফোন আর ইন্টারনেটের কল্যানে ইদানিং সেটা ১টায় গিয়ে ঠেকেছে! ফযরে উঠাটা যেনো টাফ হয়ে গেছে! আর ফযরের পর ঘুম? সেতো রাতের ঘুমেরই একটা অংশ যেনো!!
অথচ, গ্রামে যখন ছিলাম, রাত ৯টায়ই ঘুমিয়ে যেতাম। ফযরের পর ঘুম যেনো আজিব ব্যপার ছিলো। কুরআন পড়াটা রুটিনমাপিক ছিলো।
অবশ্য এখন গ্রামেও শহরের ছোঁয়া লাগতে শুরু করেছে। সেই গ্রাম এখন আর নেই। ধীরে ধীরে আধুনিক হচ্ছে।
অজপাড়া গাঁ-টার কথা আজ খুব মনে হচ্ছে, কতইনা ভালো ছিলো আমার সেই অজপাড়া গাঁ-টা.....
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হৃদয় ছোঁয়া লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
গ্রামে ছিলাম ভালোই ছিলাম, কেন এলাম শহরে,
নামাজ কোরআন ছাইড়া এখন কেমনে যাব কবরে।
জাযাকাল্লাহ খাইর।
ইসলাম প্রচার হতোনা আর কবির দেখাও মিলতোনা।।
এই দেশে এখন কুরআন শিক্ষা বেআইনি।
ধন্যবাদ।
......................
আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি? কোরআন রাখার কারনে যদি নিরাপত্তাহীনতায় থাকতে হয় একজন মুসলিমকে এরচেয়ে কষ্ট আর কি হতে পারে???
আমরা বুকে আর কত কষ্ট চাপা দিয়ে রাখব? আল্লাহ আমাদের সহায় হোন আমিন।
মন্তব্য করতে লগইন করুন