যে টি এস সি তে বাঁধনের থ্রীপিস খুলে যায়, সেখানে ভারত হারায় জয়োল্লাস
লিখেছেন লিখেছেন যুথী ২৬ মার্চ, ২০১৫, ০৬:৪৪:৫১ সন্ধ্যা
কেন? বুঝিনা আমি। টি এস সি এমন এক মোক্বাম যেখানে ছাত্র শিক্ষক দের মিলন মেলা। কিন্তু এখানে যতবার গেছি দৈহিক মিলনের দৃশ্য ই বেশি দেখেছি। ওপাশের রমনার রম রমা, তার গভীরে সোহরাওয়ার্দির ঝোপ জংগল। রেস কোর্সের স্বাধীনতার টেবিলের যায়গা গুলোতে আ উঁ।
শাহবাগীদের উত্তাল, তুই রাজাকারের সাথে শিৎকার ধ্বনি, বংগবন্ধু হাশপাতালের টয়লেট গুলোর হাল হকিকত। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম মনে হত গোটা জাতি এক অক্ষম যৌন নেশায় কাতর।
যুদ্ধ যুদ্ধ জসীম উদ্দীন, সূর্যসেন, কিংবা বংগ বন্ধু হল, ঢাকা ক্যাম্পাস, বাংলা একাডেমির চত্তর ও বটবৃক্ষ, মধুর কেন্টিনে বল্গাহীন বক্তব্য চর্চা, এবং বন্যা আপার স্বামীর নিহতের স্পট সব সব গুলো যেন একটা জাহান্নামের আগুনের ছোট বড় গহ্বর, যার থেকে রক্তের ঝর্নারা এগিয়ে যাচ্ছে।
অপরাজেয় বাংলা, শহীদমিনার, স্মৃতি সৌধরা আজ জাতির ললাটে লাত মানাত, উজ্জাহ কিংবা উদ্দ ইয়াগুস বা নাসর হয়ে নূহের প্লাবনের জন্য জাপানি সুনামির অপেক্ষা করছে।
যে ভারত টাকা দিয়ে এখানে শাহবাগী মন্চ তৈরি করলো, সেই যায়গা থেকে ভারত হেরে যাওয়ায় উল্লাস করা হয়।
কী এক কন্ট্রাডিকশান ও কত বড় সেলফ কন্ফিলিক্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি..... হে বাংলা
বিষয়: বিবিধ
১৪৪১৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিনে বা রাত্তিরে
যখনই যাই
হায় হায়,
শরমে মরে যায়
চলে কাম রত্তি রে!
++++++++++++++++++++++++++
শাহবাগের গানে
পরান টানে
যাদের,
গাজার নেশা
যৌন পেশা
তাদের।
++++++++++++++++++++++++
সাবধনা সাবধান
মুমিন সাবধান
এটুকুন আবদার,
যাবার আগে
সে পথে
ভাবুন বার বার।
ভাইয়া কাম রত্তি মানে কি?
সব জানা যাবে
ছি ছি ছি ছি ছি ছি ছি
মন্তব্য করতে লগইন করুন