রেডিও যখন অনৈতিকতা ও অশ্লীলতা চর্চার উন্মুক্ত প্লাটফর্ম, এবং দেশের এক নং স্টেশন Don't Tell Anyone Thinking

লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৮:১৭ সন্ধ্যা



দেশের যে কটি রেডিও চ্যানেল আছে সেগুলোকে বিনোদনমাধ্যম না বলে অপংস্কৃতির প্রচারমাধ্যম বলাই বোধ করি যথার্থ। রেডিওগুলো বাংলাদেশী হলেও অধিকাংশ রেডিওর নাম ইংরেজীতে। তার উপর প্রাণের বাংলা ভাষার বিকৃতি উপস্থাপন তো আছেই।

ভূত এফ.এম, হ্যালো ৮৯২০, প্রেমরোগ, কুয়াশা প্রভৃতি ছাড়াও চরিত্রধ্বংসমূলক অনুষ্ঠানের অভাব নেই। বিশেষ করে ABC রেডিওর ‘যাহা বলিব সত্য বলিব’ তো বলার অপেক্ষাই রাখে না। অনুষ্ঠানজুড়ে যৌনতা, খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ইত্যাদি বিষয়গুলোই হাইলাইট করে উপস্থাপন করে। এতে লক্ষ লক্ষ তরুণ তরুণীর বিপদগামী করাসহ তারা পায় রেডিওর সস্তা লিসেনার। মূলত এটাই তাদের লক্ষ্য। শ্রোতাদের আকৃষ্ট করতে এরা সবই করতে পারে। এসব করেই এবার এবিসি রেডিও দেশের ১ নম্বর রেডিওয় এসেছে।

যাইহোক, সম্প্রতি দেশে অসংস্কৃতির প্রচার প্রসার করতে গিয়ে এবার তারা প্রেম মিশনে নামল। নিচের অংশটুকু খুব ভাল করে পড়লেই বুঝবেন আসলে এদের লক্ষ্য।

তরুণ তরুণী চুরি করে একান্ত মিলিত হতে গিয়ে অর্থাৎ ডেটিং করতে গিয়ে যেসব সমস্যা হয় সেসবের সমাধানের অনুষ্ঠান! আবার বলছে-‘জনস্বার্থ’!!

একবার ভাবুন- কীভাবে তারা প্রকাশ্যে তরুণ তরুণীদের চরিত্র নষ্ট করতে ভূমিকা রাখছে।

সুস্থ বিনোদন চর্চা করতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ও আপনাদের দোয়ায় আমাদেরকে ভুলবেন না। জাঝাকুমুল্লাহু খইর।

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306406
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৪
দ্য স্লেভ লিখেছেন : উঠলে লাথি, বসলে গু মাখানো জুতো মারলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে মাথা থেকে ভূত নামাতে গিরায় গিরায় বাটি চালান দেওয়ার কাজটি জারি রাখা জরুরী।

বি:দ্র: এরা এদের পরিনাম জানলে চিন্তা করেই ধ্বংস হয়ে যেত
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪২
247994
ইসলামিক রেডিও লিখেছেন : হা...হা..হা..Crying
306428
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার লিখাটি পড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। আল্লাহপাক এদেরকে হেদায়েত নসীব করুণ। আমীন।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৭
247997
ইসলামিক রেডিও লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম প্রিয় সুহৃদ বোন। মতামতের জন্য জাঝাকাল্লাহ। যদি আমার ধারণা সত্য হয় তাহলে আপনি মনে হয় লাইট হাউজ ব্লগে মাহদিয়া নামে ব্লগিং করেন?
জানেন, অনেক চেষ্টা করেও একাউন্ট খুলতে পারলাম না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File