জীবনের লক্ষ্য
লিখেছেন লিখেছেন সৈয়দ মাকসুদুর রহমান ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০৬:৫৭ রাত
এক সময় নিজের ভবিষ্যত
নিয়ে অনেক কিছুই ভাবতাম,
ভাবতাম আমি একজন শিল্পী
হবো...বৈজ্ঞানিক হবো...
প্রকৌশলী হবো,ডাক্তার হবো
আরো কতো যে ভাবনা ছিলো।
.
...তারপর মনে পড়ত তাতে
দেশের আপামর জনসাধারণের
কতটুকুই বা লাভ ?
.
বড়লোক বা ভাগ্যবান বলে
তারা আমার দিকে বিস্ময়
বিস্ফোরিত নেত্রে চেয়ে চেয়ে
দেখবে...কিন্তু আমাকে তো
আপন করে নিতে পারবে না।
আমার জীবনের লক্ষ্য স্থির
করতে গিয়ে অনেক ভাবতে
হয়েছে...অনেক চিন্তা করতে
হয়েছে...
.
...তারপর ঢাকা কলেজের
ছাত্র হয়ে জীবনের লক্ষ্য
স্থির করে ফেললাম,আমি
একজন শিক্ষক হবো...
.
আজকের দূষ্টিতে আমার
লক্ষ্যটা অনেকের কাছেই
হয়তো গ্রহণযোগ্য হবে না।
এ লক্ষ্য বিপুল সম্পদ অর্জনের
লক্ষ্যে পরিচালিত নয়,আমার
এ লক্ষ্য হচ্ছে একজন শিক্ষক
হওয়ার বাসনা মাত্র,
তাও কোন এক কলেজে...
.
আমার এক জীবনের সামান্য
প্রচেষ্টায় হয়তো আমি বিরাট
সাফল্য নিজের চোখে দেখতে
পাবোনা , কিন্তু আমি যদি আমার
শিক্ষার্থী ছাত্রদেরকে আমার
ব্রতে দীক্ষিত করে যেতে পারি
তবেই আমি ধন্য,যে দিন আমরা
শিক্ষা ও অনুপ্রেরণায় ও অজ্ঞ
সমাজ হতে শত শত বৈজ্ঞানিক
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন