রং ধনুর সাত রঙ
লিখেছেন লিখেছেন দ্বীপ জনতার ডাক ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২৩:৫৪ সন্ধ্যা
এখনো নিশি জেগে বসে একাকী
হৃদয় গহীনে তোমার ছবি আঁকি,
জীবনের অনেকটা সময় করেছি পার
হয়তো কিছু সময় আছে বাকী।
স্মৃতির আলপনায়, রাতের কল্পনায়
রং ধনুর সাত রঙ্গে আঁকি,
তুমি পাশে নেই ভাবতে গেলে
অশ্রুতে ভাসে দুই আখিঁ ।
দিবা নিশি তোমায় নিয়ে
কতোই স্বপ্ন আমি দেখি,
শত মানুষের ভিড়ে পাগল বেশে
শুধু তরাই নাম ধরে ডাকি।
নিয়মের পৃথিবীতে, অনিয়ম করেছো
শুধু আমাকে দিয়ে ফাঁকি,
তোমার দেওয়া স্মৃতি গুলো
হৃদয় ক্যাম্পাসে রেখেছি লিখি।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন