খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছেন !

লিখেছেন লিখেছেন সামজিদ সোহেল ৩১ জানুয়ারি, ২০১৫, ০৭:৫২:১১ সন্ধ্যা

আমাদের দেশেরর আইনে গ্রেপ্তার সংক্রান্ত বিধানগুলো বিশ্লেষন করলে দেখতে পায় যে,কোন ব্যক্তিকে তার স্বাধীনভাবে চলাফেরার ক্ষমতাসহ কতিপয় মৌলিক অধিকার হরণ করে আটক করার মাধ্যমে আইনের হেফাজতে বা আওতায় নেওয়াকে গ্রেফতার বলে। এই আটক বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- শান্তি ভঙ্গের আশঙ্কায়, কৃত অপরাধের শাস্তি প্রদানের উদ্দেশ্যে অথবা নিরাপত্তা দানের উদ্দেশ্যে। "উপরের আলোকে বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থান হুবুহু মিলে গেছে ! অর্থাৎ গ্রেপ্তার হয়েছেন।

প্রশাসনের পক্ষ হতে ঘোষনা দেওয়াটা বাকী রয়েছে মাত্র।

বিষয়: রাজনীতি

১১৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302360
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গায়ের জোড়ে ধরবেঁধে রাখা যায় মেরেও ফেলা যায় কিন্তু সময়ে সেই জোড় কমে আসে।
302410
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৪
সামজিদ সোহেল লিখেছেন : সময়ের ব্যবধানে সব জবাব পেয়ে যাবে....
302456
০১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৪
হতভাগা লিখেছেন : যদি সত্যি হয়ে থাকে এই খবর তাহলে এতে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File