বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে এত নাক গলানোর দরকার নেই ম্যাডাম!..................

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১৯ জুন, ২০১৬, ১১:০৩:৩০ রাত



ভারতের কেন্দ্রীয় সরকার যে ভাবে তার রাজ্য সরকারের উপর খবরদারী করে , পরামর্শ দেয় , সাটাই করে । ইদানিং ঠিক সে ভাবেই বাংলাদেশ সরকারের সাথে তাদের আচরণ লক্ষ করছি । এটা একটা স্বাধীন দেশের জন্য অশনিসংকেত । দেশের বুদ্ধীজিবীরা ১৭৫৭ সালের ছায়া দেখতে পাচ্ছেন! কি ভয়ংকর কথা । রাষ্ট্রের মসনদে মীর জাফর আলী খানের ছায়া মূর্তীর কথা বলছেন অনেকে । দেশের গুরুত্ত পূর্ণ বন্দর গুলো পেয়ে যাচ্ছে নির্দিষ্ট একটি দেশ । সিভেন সিস্টাররে যাওয়ার জন্য বাংলাদেশের ট্রানজিটও পেয়ে গেল সে দেশটি । এটা নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বললেন , ট্রানজিট দিলে দেশের লাভ হয় । তিনি ইউরোপের উদাহরণ দিলেন, সেখানে একদেশের সাথে আরেক দেশে যেতে কোন ভিসা লাগেনা, বাংলাদেশ সিমান্তে যে ভাবে পাখির মত বাঙ্গালী মারে ভারতের জওয়ানরা সেটা কি উইরোপের কোন দেশ তার প্রতিবেশি দেশের সাথে করেছে কখনো ? তা হলে কিসের সাথে কিসের তুলনা করেন ?? আমাদের গ্রামে বলে “কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি” । এর আগে বলা হল বহুল আলোচিত তিস্তা চুক্তি অনিশ্চয়তার মুখে পড়ায় ঢাকা হুমকি দিয়েছে এ চুক্তি না হলে ভারতকে ট্রানজিট দেয়া হবে না।

ঢাকায় ভারতের হাই কমিশনার রজিত মিত্রকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করে এ কথা জানিয়ে দেয়া হয়েছে। তা হলে সারা দেশের মানুষকে জঙ্গি ধরার নামে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রেখে কোন স্বার্থের কারনে ট্রানজিট দিয়ে দেয়া হল ?? আমরা কি ভারতে কোন আচরণকে ভুলে গেছি?? মনে নেই সিডরের সময়ে উপকুলিও এলাকায় গিয়ে ক্ষুধার্থ মানুষের সাথে ৫০ হাজার মেট্রিক টন চাল দেয়ার ওয়াদা করে প্রতারণার ইতিহাস । বাংলাদেশের সাথে ভারতের প্রতারণার ইতিহাস লিখতে বসলে লাখ লাখ পৃষ্টা শেষ হবে না । বাংলাদেশের স্থাপতি শেখ মুজিবুর রহমানের সাথে তারা প্রতারণা করেছে । ফারাক্কা বাঁধ নিয়ে , তিস্তার পানি নিয়ে , সীমান্ত মানুষ মারা নিয়ে , অভ্যান্তরীন নিরাপত্তা নিয়ে, ।

ইদানিং তো তারা তাদের অঙ্গরাজ্যের মত আচরণ করছে ! কোন হিন্দু বাংলাদেশী মারা গেলে দৌড়ায়ে দেখতে যায় বাংলাদেশী মুয়াজ্জিন মারা গেলে খুজে পাওয়া জায় না । নির্বাচনে কে যাবে আর কে যাবেনা সে জন্য হঠাৎই ছুটে আসে সুজাতা শিং । আর এখন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ! তিনি বললেন...

সন্দেহভাজনদের ধরতে বাংলাদেশ সরকার যে বিশেষ অভিযান শুরু করেছে তাকে পূর্ণ সমর্থন জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

আমরা কি দেখলাম জঙ্গি ধরার নামে বিশ হাজার বিএনপি জামায়াতের নেতা কর্মী ধরেছে । তা হলে কি ভারত এটাকে সমর্থন করার জন্য ই এ বিবৃতি??

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাংলাদেশের সরকার আছে অথচ নিয়ন্ত্রণ করছে ভারত। সোজা কথায়, বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটা দেশ।’

শেষে একটা কথা দিয়ে শেষ করতে চাই “স্বাধীনতা অর্জন করা সহজ, টিকিয়ে রাখা কঠিন”

পলাশীর পরাজয়ের মত আবার যেন ২০০ বছর করো গোলামী করতে না হয় সে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকেই এবং সেটা সঠিক সময়ে .... "জাগো বাহে, কুণ্ঠে সবাই"



বিষয়: বিবিধ

৩১৩৬২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372538
১৯ জুন ২০১৬ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশ নিজেরাই মাথা নত করে তাদের উপর সবাই ছড়ি ঘুরাবেই!
১৯ জুন ২০১৬ রাত ১১:১৪
309284
ব্লগার শঙ্খচিল লিখেছেন : হু ঠিক বলেছেন
372540
১৯ জুন ২০১৬ রাত ১১:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২০ জুন ২০১৬ দুপুর ০৩:৩৩
309336
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
372552
২০ জুন ২০১৬ রাত ০৪:২১
কুয়েত থেকে লিখেছেন : কি ভয়ংকর কথা । রাষ্ট্রের মসনদে মীর জাফর আলী খানের ছায়া অনেক অনেক ধন্যবাদ
২০ জুন ২০১৬ দুপুর ০৩:৩৩
309337
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Talk to the hand
372571
২০ জুন ২০১৬ সকাল ১১:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাংলাদেশের সরকার আছে অথচ নিয়ন্ত্রণ করছে ভারত। সোজা কথায়, বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটা দেশ।’ ..ধন্যবাদ..
২০ জুন ২০১৬ দুপুর ০৩:৩৩
309338
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Happy>-
372703
২১ জুন ২০১৬ সকাল ১১:০০
হতভাগা লিখেছেন : আল্লাহই জানেন - এত ভারতপ্রীতি এক সময়ে না হাসুবুর গলার কাঁটা হয়ে দাঁড়ায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File