খলীফা উমরের জীবনী আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে : কেজরিওয়াল

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১১:২৪ সকাল



খলীফা উমরের (ইসলামের দ্বিতীয় খলীফা) শাসনব্যাবস্থা আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করেছে।আমি জনসাধারনের উন্নতির লক্ষ্যে তার এই শাসনব্যাবস্থা অনুসরণ করার চেষ্টা করব।” ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার (আইআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে খলীফা উমর ফারুকের জীবনী নিয়ে আতিকা সিদ্দিকি নামে এক শিক্ষার্থী একটি বই উপহার দেওয়ার সময় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল খলীফা উমর সম্পর্কে এই মন্তব্য করেন।

কেজরিওয়াল আরও বলেন তিনি উমরের জীবনী নিয়ে পুরো বই অধ্যয়ন করবেন এবং কর্মক্ষেত্রে উমরের শাসনব্যবস্থাকে মডেল হিসাবে গ্রহণ করবেন।

ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার এবং নোবেল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ প্রোগ্রামে কেজরিওয়াল বলেন এ ধরণের প্রোগ্রাম সমগ্র ইন্ডিয়াতে হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কেজরিওয়াল বলেন,”আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিবনা।দিল্লীর বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন কাজের চাপে এক মুহূর্তও আমার কার্যালয়ের বাইরে থাকার সুযোগ নেই কিন্তু এরপরেও আমি এই অনুষ্ঠানে এসেছি বাক্তিত্ব বিকাশের এই সুন্দর প্রোগ্রাম দেখার এবং জানার জন্য।”

কেজরিওয়াল আরও বলেন, ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের এই অনুষ্ঠান দেখার আগে আমার ধারণা ছিল এটা দিল্লীতে অনুষ্ঠিত অন্যসব পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওয়ার্কশপের মতই চিরাচরিত অনুষ্ঠান।কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।এখন আমি উপলব্ধি করছি এই প্রোগ্রামটি অন্যান্য প্রোগ্রাম থেকে সম্পূর্ণ আলাদা।আমার শত ব্যস্ততার কারণে যদি এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত না হতাম তাহলে সেটা আমার জন্য বড় ধরণের ক্ষতি হিসাবেই বিবেচিত হত।

কোন গ্রুপের রক্তে, কি রোগ বাসা বাঁধে?

সাবধান! মোবাইল নিয়ে রাতে শোন? তাহলে জেনে নিন

এই ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কেজরিওয়াল আইআইসিসি এবং এর প্রধান সিরাজউদ্দিন কোরাইশীর ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরণের কাজে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের পারফর্মেন্স দেখে কেজরিওয়াল অভিভূত হয়েছেন। অংশগ্রহণকারীদের গোছানো বক্তৃতা শুনে কেজরিওয়াল বলেন,আমি এই ধরণের অসাধারণ বক্তব্য এর আগে কখনও শুনিনি’।

অনুষ্ঠানে ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার এবং নোবেল এডুকেশন ফাউন্ডেশনের কাজক্রম তুলে ধরে বিশিষ্ট ব্যবসায়ী সিরাজউদ্দিন কোরাইশী বলেন,আইআইসিসি আয়োজিত পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওয়ার্কশপে প্রায় দশ হাজারেরও উপর শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।এর মধ্যে ৬০ শতাংশ শিক্ষার্থীই তাদের বাক্তিত্ব আর মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে কর্মরত আছেন।

উল্লেখ্য,উমরের জীবনী যেসব ইন্ডিয়ান রাজনীতিবিদদের অনুপ্রাণিত করেছে তাদের মধ্যে কেজরিওয়ালই প্রথম নয়।এর আগেও মহাত্মা গান্ধী উমরের শাসনব্যবস্থা দ্বারা অনুপ্রাণিত হয়ে বলেছিলেন,’ভারতে যদি ওমরের মত কোন নেতা খুঁজে পায়, তাহলে ভারতের সকল সমস্যার সমাধান হয়ে যাবে|’

মহাত্মা গান্ধী প্রবর্তিত সাপ্তাহিক ‘হরিজন’ (সংখ্যাঃ ২৭-০৭-১৯৩৭) পত্রিকায় এক নিবন্ধে তার সহকর্মী কংগ্রেসম্যানদের আবুবকর ও উমরের মত সাধারণ জীবন যাপনের উৎসাহ দিয়েছিলেন।ইসলামের এই দুই খলীফা সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন,তারা বিশাল রাজত্বের অধিকারী হয়েও খুবই সাধারণ জীবনযাপন করত।”

উমর ইবনুল খাত্তাব (৫৮০ – নভেম্বর ৩, ৬৪৪) যিনি সচরাচর হযরত উমর নামে অভিহিত, ইসলাম ধর্মের মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ঘনিষ্ঠ সাহাবী। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি উমর আল ফারুক (সত্য-মিথ্যার পার্থক্যকারী) নামেও পরিচিত।

বাংলাদেশে এমন একজন ওমরের দরকার । অন্তত তেমন হলেও একজন কেজরিওয়াল দরকার

সুত্রঃ muslimmirror.com

বিষয়: বিবিধ

৭৭৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358465
০৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৩
হতভাগা লিখেছেন : লা-জবাব পোস্ট ! ৬০০ বার পঠিত হলেও সবাই কোন মন্তব্য না করে মুখ হা করে চলে গেছে ।

বিধর্মীরা ইসলামকে না মানলেও মানে ইসলামের নীতিবান মানুষগুলোকে ।

আর আমরা মুসলমান ঠিকই কিন্তু যারা ইসলামকে সঠিকভাবে অনুসরণ করে গেছেন তাদেরকে ফলো করি না - এটা খুবই আফসোস কি বাত ।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৯
297339
ব্লগার শঙ্খচিল লিখেছেন : এটাই আমাদের দুর্বলতা , আমরা আমাাদের উত্তরসুরিদের কাছ থেকে শিখতে না পারলেও , কেজরিওয়ালদের মত লোকরা ঠিকই শিখছে , তারা ভালও করছে ।
358488
০৪ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৭
কুয়েত থেকে লিখেছেন : আজ বাংলার জমিনে একজর ওমরের বড়ই প্রয়োজন পৃথিবীতে শান্তি প্রতিষ্টা করতে হলে আসতেই হবে আল কুরআনের কাছে। কুরআন সুন্নাহ অনুস্বরনের কারনেই সৃষ্টি হয়েছিল ওমরের মত হাজারো নেতার নেতৃত্ব। ভালো লাগলো লেখাটির জন্য অসংখ্য ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১২
297413
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনাদের মাঝেই লুকিয়ে আছে উমর , বের হয়ে আসুন বীরের মত......।
358530
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১২
297414
ব্লগার শঙ্খচিল লিখেছেন : সেইম টু ইউ
358812
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটা ভালো লাগলো, আমাদের কপাল পোড়া, কারন আমরা আমাদের মাঝের সেরা মানুষ গুলোকে ফাসিতে ঝুলিয়ে হত্যায় মেতে আছি, আর চোর, গুন্ডা, বদমাইশ, দুরনীতিবাজদের সন্মানের সাথেই রেখেছি..।
ধন্যবাদ আপনাকে
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২১
297628
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File