নেপোলিয়নের উক্তি মিথ্যা প্রমাণিত>>শিক্ষিত মা শিক্ষিত জাতী দেয় না
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৯:৪৯ বিকাল
নেপোলিয়ন । ইতিহাসের কালজয়ী এক মহাপুরুষ । একশ দিনের শাষক হিসেবেও বিখ্যাত । ফ্রান্সের সম্রাট ছিলেন। ইতালির রাজা ছিলেন । ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক । যার নেতৃত্ত্বে ফরাসি সৈনিকরা ইউরোপের অধিকাংশ অঞ্চল নিজেদের আয়ত্তে নিয়ে আসছিলেন ।
নেপোলিয়নের ঐতিহাসিক কথা " আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতী দিব"
১৮১৫ সালে করা তার এ উক্তি ২০১৫ তে এসে মিথ্যা প্রমাণিত হল । মাঝ খানে কেটে গেছে দুই শ বছর ।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর একমাত্র পূত্র সজিব ওয়াজেদ জয় । আমি ব্যক্তিগত ভাবে তাকে নিয়ে গর্ব করতাম বিদেশের মাটিতে লেখা পড়া জানা বাংলাদেশের ভবিষৎ কর্ণধার হিসেবে । ভাবতাম একদিন মা ও নানার মত দেশের হাল ধরবেন । কিন্তু তিনি এতটাই বিদেশে থেকেছেন যে দেশের ভাষাটাই ভাল করে আয়ত্ত করতে পারেননি । আমি বাংলা ভাষার কথা বলছি পৃথিবীর একমাত্র ভাষা যে ভাষার জন্য সংগ্রাম করে জীবন দিতে হয়েছে ।
তার নানা এবং মায়ের মুখে বাংলাদেশের ইসলাম নিয়ে কখনো প্রকাশ্যে বিদ্দেশ পূর্ণ কথা বলতে শুনিনি কিন্তু তাকে দেখেছি বিভিন্ন সময় কারনে অকারনে বোরখা, ইসলাম , মাদ্রসা নিয়ে কথা বলতে যা এদেশের সাধারণ মানুষ ভাল চোখে দেখেনি ।
তার মা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শিক্ষিত । অনারস মাস্টার্স পাশ করা একজন মানুষ ই শুধু না । তার অনেক গুলো ডক্টরেট ডিগ্রিও আছে । এমন একজন মানুষের সন্তানের কাছ থেকে গত কাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে নিয়ে ভাষায় প্রতিবাদ করেছেন তা মেনে নেয়ার মত না ।
তার শব্দ চয়ন গুলো মার্জিত না । প্রতিবাদ করা জায় । লেখা যায় । অনেক লেখক কলামিষ্ট অনেক ভাবে প্রতিবাদ করেন । সেখান থেকে শেখার আছে । খালেদা জিয়া এদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী । তার মা ( শেখ হাসিনার ) থেকেও ২ বছর ১৩ দিনের বড় । তারা দু্ই জন পরষ্পর কথা বলেন এখনো "আপনি" করে কথা বলেন । সেখানে সজিব জয় যখন তঁাকে "তুই" শব্দে কথা বলেন সেটা কারো কাছেই ভাল লাগার মত না ।
খালেদা জিয়া বলেছেন মুক্তিযু্ধ্দের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে । সেটা কি মিথ্যা ?? আর এ জন্য তাকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিতে হবে ?
তা হলে আসল সত্য টা আপনারা কেন বলেন না ?
নতুন প্রজন্ম জানতে চায় আসলেই শহীদের প্রকৃত সংখ্যা কত ? স্বাধীনতার ৪৪ বছরেও কেন এই সংখ্যাটা নিয়ে বিতর্ক কেন ?? এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন । কমান্ডাররা বেঁচে আছেন । দলিল পত্র আছে । তা হলে মিথ্যা তথ্য নিয়ে আমরা কেন বাচবো ?
সাত কোটি মানুষ ছিল তখন । ৩০ লাখ মানুষ মারা গেলে প্রতি শতকে ২১ জন মানুষ মারা যাওয়ার কথা ।আসলেই কি তাই ??
আমরা প্রকৃত সংখ্যা জানতে চাই । আর যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ত্ব দিবেন তাদের কাছ থেকে সদাচারণ শিখতে চাই ।
বিষয়: বিবিধ
৪৭৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি নিজেই এসব গালির পথ করে দিয়েছেন । জিয়ার নামেই বিএনপিকে এখনও মানুষ কিছুটা হলেও পাত্তা দেয় ।
বিএনপির পতনের জন্য খালেদা আর তারেকের এসব বিকৃতপূর্ণ আচরন ও কথাবার্তাই যথেষ্ট ।
শহীদ বুদ্ধিজীবীরা সবাই পাকিস্তানপন্থী সুবিধাবাদী : কাদের সিদ্দিকী https://www.youtube.com/watch?v=uAx70bWuf5w
ভিডিও >> বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যে এখনো অনড় গয়েশ্বর
https://www.youtube.com/watch?v=mO00xgXC9mE
মন্তব্য করতে লগইন করুন