ফেসবুক টুইটার বন্ধ করে ডিজিটাল সরকারের এনালগ ভন্ডামি
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১৮ নভেম্বর, ২০১৫, ০৯:৩৪:২১ রাত
জনপ্রিয় সামাজিক এ মাধ্যম গুলো যে বন্ধ হবে তার কিছু আলামত পেয়ে আসছিলাম কিছু দিন থেকেই । নুতন মন্ত্রী তারানা হালিম কথায় কথায় যে ভাবে জ্ঞান দিচ্ছে মানুষকে তাতে তার বিদ্্য বুদ্ধি নিয়েও উঠছে নানা প্রশ্ন ।
ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও এ পদ্ধতিটাতে শুরু থেকেই ব্যাপক ভয় ছিল বিনা ভোটে ক্ষমতায় আসা এক সময়ের জনপ্রিয় এ দলটির ।
ক্ষমতা দখলের শুরুতেই পরিকল্পনা করে বাকশালে ফিরে যাওয়ার । যে ভাবে মাত্র ৪টি গণমাধ্যম রেখে বস বন্ধ করে দিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রীর বাবা ।
একবিংশ শতাব্দীতে এসে হুবুহু সেরকম না পরলেও বামপন্থীদের পরামর্শে করলেন ঠিকই একটু ভিন্ন ভাবে । বিরোধী মতের টিভি বন্ধ । পত্রীকাগুলো হুমকিতে । অনলাইনও নিয়ন্ত্রনে । বাকি থাকলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম এবার সেটাও নিয়ন্ত্রনে নেয়ার ষোলকনা পূর্ণ করার বাসনা ।
কিন্তু এর প্রভাব আ. লীগের ভিতরে বা বাহিরে কী তারা হয়তো সেটা খুব না ভেবেই করছেন কাজ গুলো । অথবা জেনেই করেছেন 'যে বন্দুকের নলের সাহায্যে যতদিন থাকা যায় । আমার প্রশ্ন বাকশাল কায়েম করে সে সরকার ক্ষমতায় ছিল প্রায় ৪ বছর । তা হলে নব্য বাকশালীদের মেয়াদ কত??
বিষয়: বিবিধ
১৮৯৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মরন কামড় মনে হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন