বিদেশী হত্যা ধামাচাপা দিতেই কি মুজাহিদ-সাকার রায় !

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:৪০ রাত



বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানো এক সময়ের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আ।লীগের হাইব্রিড নেতা ও প্রভাবসালী মন্ত্রী মতিয়া চৌধুরী সেদিন বললেন "সেখ হাসিনা যা করেন তা হোমওয়ার্ক করেই করেন" যানিনা সাম্প্রতিক ঘটনাগুলো তার হোমওয়ার্কের মধ্যে আছে কিনা ।

একাটা বিষয় শুনে খুব অবাক হলাম । দেশের মানুষের নিরাপত্তাতো অনেক আগেই গেছে । কিছুটা শান্তিতে ছিল বিদেশিরা । এবার তাও আর রই লো না । খালাপ হত্যাকান্ডের বিচার আজো হলো না ।

একটার পর একটা ঘটনা ঘটছে আর তার সমাধান বের না করে তা ধামাচাপা দেয়ার চিন্তা সবার মধ্যে ।

অষ্টে্রলিয়া দল আসছে না জঙ্গির ভয়ে । যারা এতদিন জঙ্গি জঙ্গি করে মুখে ফেনা তুলে ফেললো বিদেশিদের বললো দেশে জঙ্গি ভরে গেছে । তাদের মুখে ভিন্ন সুর । নিজের পাতা ফাঁদে নিজেরাই পড়ছে আজ ...।

কুটনিতিক পারায় ইতালি নাগরিক হত্যা নিয়ে সবচেয়ে বিব্রত সরকার । অস্তিরতার মধ্যে নাকি তাদের দিন কাটছে । কিনা কি ঘটে । এই বুঝি বিদেশিরা এক হয়ে চেয়ার নিয়ে গেল...........

অক্টোবরের শুরুতে প্রভাবশালি দুই দেশর কর্ণধার আসছে দেশে । না না গুঞ্জন চার পাশে । মধ্যবর্তি নির্বাচন নিয়ে । চা য়ের দোকানেও ঝর বইছে এসব নিয়ে ।

ঠিক তখনই একটা খবর আসলো । সেই পুরোনো কাসুন্দি । আরা মাত্র ১৫ দিন । গোল্ড ফিস মেমোরি নিয়ে আমরাও আবার মেতে উঠি । ভুলে যাই........

তবে একটা কথা মনে রাখতে হবে শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না...................।

বিষয়: বিবিধ

৫৮৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343883
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাগত

মনে হচ্ছে শয়তানটার কারসাজি
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৮
285285
ব্লগার শঙ্খচিল লিখেছেন : কে সে ??
343884
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
343914
০১ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৩
হতভাগা লিখেছেন : সর্বাধিক পঠিত পোস্টগুলোর মধ্যে আপনার এই পোস্ট এসে গেছে - অভিনন্দন আপনাকে ।

সাকা - মুজাহিদের রায় হয়ে আছে , সরকার চাইলে এটা যে কোন সময়ে কার্যকর করাতে পারে । এমন কি ঈদের দিনেও । সাদ্দামকেও মনে হয় এরকম কোন সময়ে ঝুলিয়েছিল।
343970
০১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা দিয়া একটা ঢাকা যায়। কিন্তু মানুষের পেটের ক্ষিদা কে ঢাকা যায়না।
344166
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ দেশ মাতা বড় অসহায়...মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন দেশের ভবিষ্যতের কথা মনে আসে......জানিনা আরোও কত কি দেখার বাকি আছে, খেলার কোন শেষ নাই, নতুন নতুন খেলা নিয়মিত দেখতেছি..
344400
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
মুসা বিন মোস্তফা লিখেছেন : খাইছে !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File