বিদেশী হত্যা ধামাচাপা দিতেই কি মুজাহিদ-সাকার রায় !
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:৪০ রাত
বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানো এক সময়ের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আ।লীগের হাইব্রিড নেতা ও প্রভাবসালী মন্ত্রী মতিয়া চৌধুরী সেদিন বললেন "সেখ হাসিনা যা করেন তা হোমওয়ার্ক করেই করেন" যানিনা সাম্প্রতিক ঘটনাগুলো তার হোমওয়ার্কের মধ্যে আছে কিনা ।
একাটা বিষয় শুনে খুব অবাক হলাম । দেশের মানুষের নিরাপত্তাতো অনেক আগেই গেছে । কিছুটা শান্তিতে ছিল বিদেশিরা । এবার তাও আর রই লো না । খালাপ হত্যাকান্ডের বিচার আজো হলো না ।
একটার পর একটা ঘটনা ঘটছে আর তার সমাধান বের না করে তা ধামাচাপা দেয়ার চিন্তা সবার মধ্যে ।
অষ্টে্রলিয়া দল আসছে না জঙ্গির ভয়ে । যারা এতদিন জঙ্গি জঙ্গি করে মুখে ফেনা তুলে ফেললো বিদেশিদের বললো দেশে জঙ্গি ভরে গেছে । তাদের মুখে ভিন্ন সুর । নিজের পাতা ফাঁদে নিজেরাই পড়ছে আজ ...।
কুটনিতিক পারায় ইতালি নাগরিক হত্যা নিয়ে সবচেয়ে বিব্রত সরকার । অস্তিরতার মধ্যে নাকি তাদের দিন কাটছে । কিনা কি ঘটে । এই বুঝি বিদেশিরা এক হয়ে চেয়ার নিয়ে গেল...........
অক্টোবরের শুরুতে প্রভাবশালি দুই দেশর কর্ণধার আসছে দেশে । না না গুঞ্জন চার পাশে । মধ্যবর্তি নির্বাচন নিয়ে । চা য়ের দোকানেও ঝর বইছে এসব নিয়ে ।
ঠিক তখনই একটা খবর আসলো । সেই পুরোনো কাসুন্দি । আরা মাত্র ১৫ দিন । গোল্ড ফিস মেমোরি নিয়ে আমরাও আবার মেতে উঠি । ভুলে যাই........
তবে একটা কথা মনে রাখতে হবে শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না...................।
বিষয়: বিবিধ
৫৮৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে হচ্ছে শয়তানটার কারসাজি
সাকা - মুজাহিদের রায় হয়ে আছে , সরকার চাইলে এটা যে কোন সময়ে কার্যকর করাতে পারে । এমন কি ঈদের দিনেও । সাদ্দামকেও মনে হয় এরকম কোন সময়ে ঝুলিয়েছিল।
মন্তব্য করতে লগইন করুন