বিতর্কিত পচা গম দিয়ে তৈরি হচ্ছে ধবধবে সাদা আটা/ময়দা !!

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১০ জুলাই, ২০১৫, ০১:৩৮:১৩ রাত



খাদ্য অধিদফতর থেকে খাদ্য মন্ত্রনালয় । এই দুই খাদ্য থেকে কোনটা যে অখাদ্য সেটা সাধারণ মানুষের বোধগম্য নয় । রাষ্ট্রের হাজার কোটি টাকা খরচ করে সুদুর ব্রাজিল থেকে আনা হল নিম্ন মানের গম । এক দু্ই বা হাজার কেজি নয় ২ লাখ মেট্রিক টন । খাদ্য মন্ত্রনালয় টেন্ডার করেছে খাদ্য অধিদফতর সর্বনিমন্ম দরপত্র দিয়ে কিনেছে । এবং আমদানীর দায়ীত্বটাও তাদের । আমলাতান্ত্রিক জটিলতায় খুব সহজেই খাদ্য মন্ত্রনালয় দায় এড়াতে পারে , পারে খাদ্য মন্ত্রীয় ! কিন্তু দেশের মানুষ কি বলে কাকে চিনে সেটা দেখার বিষয় । পচা গম নিয়ে পানি ঘোলা কম হয়নি । খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম প্রথমে “ভাল গম” বলে মুখে ফেনা তুললেন, বিভিন্ন যুক্তি দাঁড় করালেন ।“আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গম আমদানি করা হয়েছে। প্রি-শিপমেন্ট সনদ পাওয়ার পর গম এখানে এসেছে। দরপত্রে বলা থাকে, একমাত্র ইসরায়েল ছাড়া বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করা যাবে। যখন কথা উঠল গম খারাপ, তখন আমরা জেলা প্রশাসনের মাধ্যমে নমুনা এনে খাদ্য অধিদফতর ও সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়েছি। তারা বলেছে, এই গমের গুণগত মান নষ্ট হয়নি। পত্রিকাগুলো কোথায় পেয়েছে এই গম নষ্ট?” ব্রাজিলের গম দেখতে আসলেই খারাপ। তবে এর গুণগত মান ভালো



মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে এ কথা বলেন তিনি।

যখন কোন ভা্বেই আর পারলেন না অমনি এটা খাদ্য অধিদফতরের কাজ বলে দাঁয় এরাতে চেয়ে বললেন ‘গম আমদানি করে খাদ্য অধিদফতর। এখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। এ সংক্রান্ত বিলও মন্ত্রণালয়ে আসে না।’

আ.লীগে কয়েকজন বাচাল নেতা আছেন যাদের মধ্যে কামরুল ইসলাম একজন প্রতিপক্ষ কে পাত্তাদেন না আর হাসান মাহমুদ , শাহজাহান খান তারা তো আরো অনেক ধাপ এগিয়ে মন্ত্রী শাহজাহান তো নৌ মন্ত্রী না সড়ক মন্ত্রী বিভ্রান্তীতে পড়তে হয় ।

জনগণের হাজার কোটি টাকা দিয়ে পচা গম কিনে সেই জনগণকেই খাওয়ানোটা খব সহজ হয়নি কোন কালেই । নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে যে ৩০ লাখ শহীদ হলেন তাদের মান রাখেনি কোন সরকারের কোন কর্তা ব্যাক্তি । চুরি সবাই করেছে কম বেশি । ৭১ পরবর্তী সরকারের সময়ও কম্বল চুরি , লবণ চুরি করেছে । তারা বহুকাল পরে আবারো মন্ত্রী !! গান শুনেছিলাম একটা ………………

“কম্বল চুরির গুনা লইয়া কেইবা আজো রাত কাটায় , গমের বস্তায় সিদ কাটিয়া কেউ বা বগল বাজায়”! বহু বছর পর যেন মিলে গেল ।

সমস্যা অন্য জায়গায় কুষ্টিয়া-৪( কুমারখালী-খোকসা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রউফ তার নির্বাচনী এলাকায় ব্রাজিল থেকে আমদানিকৃত গমকে খাওয়ার অযোগ্য ও পচা ঘোষণা করে গুদামজাত বন্ধ করে দিয়েছেন । তিনি এই গম প্রতিহত করার ঘোষনাও দেন । এর বড় কারণ হল এই এমপির হাত দিয়ে যে গমের বস্তাটি যে প্রতিষ্ঠানে যাবে ওই এমপির সব ভোট গুলো এক বস্তা গমের কারণে শেষ ! মন্ত্রী বা খাদ্য মন্ত্রণালয় কে এলাকার সাধারণ মানুষ চিনে না । তারা চিনে ওই এমপি কে । বরাদ্দকৃত গম নিতে বাধ্য । তার পরেও এমন সাহস যাতে অন্য এলাকার আর কোন এমপি দেখাতে না পারে এর জন্য রাষ্ট্র পক্ষ হাইকোর্টে আবেদন করলো এমপিরা যাতে ২৬ জুলাই পর্যন্ত নিতে বাধ্য হয় । মন্ত্রী আগেই বলেছিলেন আমদানি করা গমের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯২৬ মেট্রিক টন বিলি হয়ে গেছে। ২৫ হাজার মেট্রিক টন বাকি আছে।”



আদালত রাস্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করলেন ! তার মানে আর বাকি যে অল্প (২৫ হাজার মেট্রিক টন) কিছু পচা গম এখনো রাস্ট্রিয় গুদামে আছে তা ২৬ জুলাইয়ের মধ্যে অনাআসেই বিলিকরতে পারবে । কোন এমপি জদি আ:রউফের মত বাধা দেয় তা হলে সে হাইকোর্টের আদেশ অমান্য করবে . আর এটা করলে তার কি হতে পারে তা সব এমপিরই জানা আছে ।

কিন্তু অবাক করার বিষয় হল সারা দেশে বিলি হওয়া ২ লাখ মেট্রিক টন পচা গমের কি হবে ? সাধারণ মানুষ আসংকা করছেন এই পচা গম আবার বিক্রি হবে ! আবার টেন্ডর হবে , আটা ময়দা কোম্পানি হুলো কিনে নিবে……….. তার পর তারা পাউডার করে ফসফরাস মিশিয়ে একেবারে ধবধবে সাদা আটা ময়দা বানিয়ে দামি মোড়কে নিয়ে আসবে , যে ভাবে কালো বা লাল চিনি সাদা হয়ে আসে…………………………………………… !!



বিষয়: বিবিধ

২১৯৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329425
১০ জুলাই ২০১৫ রাত ০৩:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লিমেরিক
-মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম

গম কিনেছেন ব্রাজিল থেকে মন্ত্রী বাহাদুর
পচা গমের গন্ধে সেথায় পোকা ভরপুর
কথায় কথায় কামরুল
ফুটায় ভীমরুলের হুল,
দিকে দিকে রব উঠেছে মন্ত্রী গম চোর


১০ জুলাই ২০১৫ দুপুর ০১:০০
271772
ব্লগার শঙ্খচিল লিখেছেন : দারুন কবিতা
329428
১০ জুলাই ২০১৫ রাত ০৩:৪৩
এ,এস,ওসমান লিখেছেন : বারে বারে সরকার আমাদের উপর ভ্যাট আরোপ করে আর সেই ভ্যাট দিয়ে ভাল গমের কথা বলে খারাপ গম আনে। তাহলে বুঝন আমাদের পদ্মা সেতুটা সেতু হবে না সাঁকো হবে!!!
১০ জুলাই ২০১৫ দুপুর ০১:০০
271773
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Crying
329440
১০ জুলাই ২০১৫ সকাল ০৮:১২
শেখের পোলা লিখেছেন : যাক কি আর করা৷ জাতি ভাইরাই তো খেয়েছেে৷ বাইরের কেউ খেলে দুঃখ হত৷ গমতো খাওয়ার জিনিষ৷ টিন, ঘর, কম্বল, দুম্বা, কত কিছুইতো খেয়ে হজম করে ফেলল৷ ধৈর্য ধরুন৷
১০ জুলাই ২০১৫ দুপুর ০১:০১
271774
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ঠিক বলেছেন
329448
১০ জুলাই ২০১৫ সকাল ০৯:৫২
হতভাগা লিখেছেন : ব্রাজিলের গম খাওয়া বাংলাদেশীদের বিশেষ করে উঠতি ফুটবলারদের অবশ্য কর্তব্য । কারণ এটা খেলে তারা ব্রাজিলের মত খেলতে পারবে । এমনও হতে পারে যে ২০২২/২০২৬ বিশ্বকাপের মূলপর্বেও দেখা যেতে পারে ।

এখন তো এটা খাওয়া আরও জরুরী হয়ে গেছে কারণ ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ আরও ৩ ধাপ নেমে গেছে ।
329457
১০ জুলাই ২০১৫ দুপুর ০১:০৩
ব্লগার শঙ্খচিল লিখেছেন : বাহ আপনি তো অনেক খোজ রাখেন
329471
১০ জুলাই ২০১৫ রাত ০৯:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গম খেয়ে আমরা ব্রাজিল এর মত ফুটবল খেলব!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File