চরমোনাই পীর-আ.লীগ , একই দিনে একই দিক !??
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪৭:১১ রাত
কোথায় যেন একটা মিল , বার, বার । ১৯৮৭ সালে পীর সাহেবের হাত ধরে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই । যখন সব আলেম ইসলাম এবং জাতীয় স্বার্থে এক মঞ্চে তখন সে একা আলাদা । তার মতে একমাত্র হালাল দল তারা !! । খাঁটি !! বাকিরা............ ।
এর পর ১৯৯৩ এর ২৩ আগস্ট তাদের ছাত্র সংগঠন । বিদ্যাবুদ্ধীর দিক থেকে পিছিয়ে থাকলে ও তর্ক এবং গায়ে ঠেলার দকি দিয়ে সবার থেকে এগিয়ে ।
হেফাজত যখন ৫ই মে নাস্তিক দের বিরুদ্ধে সারা দেশ ব্যাপী গণআন্দোলন গড়ে তুলেন । তখন ্ও এই পীর তার নির্বাচনী প্রতিক হাতপাখা নিয়ে যশোর টু কুয়াকাটা শো ডাউন দেন !! ।
তত্তাবধায়ক আমলে "জামায়াতে ইসলামী বাংলাদেশ" এর নাম পরিবর্তন করে "বাংলাদেশ জামায়াত ইসলাম" করার পর এই দলের সংক্ষিপ্ত নাম হয় "বাজাই" এনিয়ে ব্যাপক হাসাহাসি করে ।কিন্তু ''ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা আন্দোলন) এর নাম পরিবর্তন করে যখন "ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) হয় । অমনি তারা চুপসে গেলেন । ইয়াবা !!!!! ।
আজকের লিখার প্রসঙ্গে আসি ,
সারা দেশে চলছে ২০ দলের লাগাতার অবরোধ । কে বা কারা এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহীত করতে চালাচ্ছে হত্যাযঙ্গ , ধ্বংশ যঙ্গ । সবাই আতঙ্কিত , উদ্বিগ্ন । সবাই চাচ্ছে দেশে শান্তি আসুক ।
প্রতিদিন প্রতিবাদ হচ্ছে , বঙ্গবীর কাদের সিদ্দীকী তো রাত দিন রাস্তায় পড়ে আছেন ্
আমার প্রশ্ন পীর সাহেব আন্দোলন করবেন প্রতিবাদ করবেন কিন্তু সেটা আ.লীগ যেদিন যে ভাবে প্রগ্রাম করে সেদিন করবে এটা কেন ?? আজ আ.লীগ ্ও তাদের অংগসংগঠন সাথে সাথে পীর সাহেব্ও শান্তি সমাবেশ করলেন......
আলেম সমাজের সাথে এই সরকারের সাপে নেউলে সম্পর্ক থাকলে্ও চরমোনাই পীরের সাথে এত মাখামাখি কোন গুনের কারনে আমার খুব জানতে ইচ্ছা করে.....
বিষয়: বিবিধ
১৮২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
[img]http://www.bd-t
মন্তব্য করতে লগইন করুন