লজ্জা পেত, প্রসববেদনাময়ী নারীর মত
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২৩ জানুয়ারি, ২০১৫, ০২:০৩:০৭ দুপুর
কেৌতুহলী ছিলাম সেই ছোট বেলা থেকেই । যে কোন বিষয়ে । একটু আালাদা হলেই ছুটেছি তার পেছনে । কলা গাছ , কচু গাছ কাটতে খুব ভাল লাগত । যে দিন শুনেছি এতে একটি অশুভ লক্ষণ আছে সে দিন ছেড়ে দিয়েছি । কিন্তু যখন আমি গাছ গুলো কেটে একটু দুরে যেতাম , এসেই দেখতাম কাটা অংশ থেকে এক/দুই ইঞ্চি বেড়ে গিয়েছে ।
কিভাবে বাড়ে , কাছ থেকে দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম । তখন মনে হত এক সুতাও বাড়েনি । ৫/১০ মিনিট পর এসে দেখতাম আবার বেড়ে গেছে । এত্ত খারাপ লাগতো তখন............ । শুকনো বীজ বুনে আসতাম মাটির মধ্যে । ক্ষণে ক্ষণে পানি দিতাম কখন অঙ্কুরিত হবে সে আসায় । আমি ওর বেড়ে ওঠা দেখবো ! আমি যখন বসে থাকতাম ও একটুও বাড়তো না , লজ্জা পেত, প্রসববেদনাময়ী নরীর মত ।
নারী এবং নৃ কোথাও একটা মিল রয়েছে হয়ত ।
বিষয়: সাহিত্য
১৩১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন