ছাত্রদের দুই টাকা দিয়ে গাড়িতে উঠার দিন শেষ !!!

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১৮ জানুয়ারি, ২০১৫, ০৪:৪৮:৫৩ বিকাল

[img]undefined[/img

ছাত্রদের দুই টাকা দিয়ে গাড়িতে উঠার দিন শেষ !!!

মাননীয় অর্থমন্ত্রী (যার কাছে চার হাজার কোটি টাকা কোন টাকাই না ) বলেছেন ১ ও ২ টাকার মুদ্রা ধ্বংষ করে সর্বনিম্ন মুদ্রা করা হবে ৫ টাকা ! । ১,২ টাকার মুদ্রা নাকি তিনি ধ্বংষ করে দিবেন , যাতে ব্যায় হবে ৩৫০ কোটি টাকা ।

আমার প্রশ্ন, এই তুঘলকি কান্ড কার স্বার্থে ????

উন্নত পদার্থ ‍দিয়ে তৈরী এই মুদ্রা গুলো পা্ওয়ার জন্য আমাদের পার্শবর্তী দেশ এর আগে হুজুগ উঠিয়ে তামা, দস্তা, শিষা, আ্যলোমিনিয়াম, সহ আরো কিছু মূল্যবান পদার্থের সমন্নয়ে সোনালী কালারের মুদ্রা গুলো উধা্ও হয়ে গেছে অনেক আগেই । আর এবার হচ্ছে রাষ্ট্রী মদদে, ভালতো , ভাল না..........................

http://www.bdmonitor.net/newsdetail/detail/35/108174

বিষয়: Contest_father

২১৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300665
১৮ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৬
হতভাগা লিখেছেন : ঠিকই তো ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া বা KFC তে গিয়ে বন্ধু বান্ধব মিলে উদর পূর্তি করে । সেখানে কি বলে যে আমরা ছাত্র , আমাদের থেকে হাফ নিতে হবে !

বা , যখন এই ছাত্র কোন শপিং মলে গিয়ে দামি পোশাক বা মোবাইল কেনে তখন কি ছাত্র সূত্র এপ্লাই করে?

ডার্লিংকে নিয়ে যখন ডেটিংয়ে যায় তখন কি ছাত্রসূত্র প্রয়োগ করে চিনাবাদাম ওয়ালার কাছে ?
১৮ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৮
243276
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগল.......
300670
১৮ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৫
মোতাহারুল ইসলাম লিখেছেন : পৃথিবীর উন্নত দেশ গুলোতে এক সেন্ট পর্যন্ত পাওয়া যায়। মানুষের কাছে ছোট নোট গুলোর যথাযথ সরবরাহ নিশ্চিত করার ব্যররথতা ঢাকতেই এই উদ্যোগ। হীরক রাজার দেশে সিনেমার একটি গান মনে পরে যায়। "কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাইরে---"
300706
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলে আমরা প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানির অবস্থায় পেীছে গিয়েছি। যেখানে একজন নিন্ম শ্রেনির কর্মকর্তার বেতন হতো ২০০ বিলিয়ন মার্ক!! এটা উন্নতির পরিচয়! সবাইর এমন টাকা হবে যে মাথায় টাক পরবে!
300729
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০১:২৯
নাবীল লিখেছেন : মাঝে মধ্যে আমাদের জ্ঞানি লোকদের বুদ্ধি লোপ পায়।
যার কারণে দেশের বারোটা বাজছে।
আমাদের অর্থমন্ত্রী ও সেই জ্ঞানী দের একজন।
300793
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File