প্রতারণার নতুন ফাঁদ , সাবধান...

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১৭ জানুয়ারি, ২০১৫, ০৭:৩৪:১২ সন্ধ্যা

গাড়ি না পেয়ে হাটছিলাম , হঠাৎ এক ভদ্র মহিলা দেখে মনে হল উচ্চ ফ্যামিলি । আমাকে এসে আমাকে ইংরেজীতে বললেন “তার মানিব্যাগ টা চোরে নিয়ে গেছে , খুব বিপদে পড়েছেন , হেল্প দরকার । আমি বললা্ম কিভাবে? “ দুশো টাকা দিলে খুব উপকার হয়”

এত টাকা আমার কাছে নেই ।

”তা হলে একশো “?

না তা্ও হবে না

”ফিপটি দিলেও হবে”

আমার কাছে খুব কম টাকা আছে বিশ টাকা দিলে হবে ?

”আচ্ছা দিন”

আমি দিলাম, ধন্যবাদ দিয়ে চলে গেলেন ।

কিন্তু পুরো বিষটি খোলাসা হলো একটু পর................

>

>

>

>

>

>

>

>

>

>

আমার কাছথেকে যা্ওয়ার পর অন্য একটা লোকের সাথে ্ওই মহিলার হাসি এবং আমার এক বড় ভাই ও এমন সাফারিং হয়েছেন । সব মিলে আমার কাছে মনে হল এটা এক নতুন পদ্ধতি ।

বিষয়: Contest_father

৪৯৪০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300567
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২২
সমুদ্রপার লিখেছেন : ধরনের প্রতারনা নতুন কিছু না।
300568
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৫
আবরণ লিখেছেন : আমরাতো সব সময়ই ফাঁদের মধ্যে আছি। ফাঁদ নাই কোথায় বলেন? হাটে মাঠে ঘাটে সব জায়গায়ই ফাঁদ। ইহকালেও ফাঁদ পরকালেও ফাঁদ।
300571
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : জানিয়ে সতর্ক করার জন্য আপনাকে ধন্যবাদ
300576
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৪
শেখের পোলা লিখেছেন : অবাক হবার কিছু নেই, এ গুলো ডিজিটাল পদ্ধতি আর আব্বা হুজুরের পাক 'খোয়াব'৷
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৫
243230
রক্তলাল লিখেছেন : জয় হো.. আববাহুজুরের খোয়াব। বাজারে কোনো বই আছে? বাবার খোয়াবনামা টাইপের?

১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:২৭
243247
শেখের পোলা লিখেছেন : লীগ লাইব্রেরীতে খোঁজ করুন৷
300579
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৩
মোতাহারুল ইসলাম লিখেছেন : প্রতারনা করে ২০ টাকা নিয়েছে, অবশ্যই নিন্দনীয়। কিন্তু প্রতারনার কারনে পুরো দেশ হাত ছাড়া হলে তাকে কি বলবেন?
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৬
243231
রক্তলাল লিখেছেন : তখন প্রতারকের পাছায় লাথি দিয়ে ঐপারে পাঠিয়ে দিবেন.
300612
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৪২
রক্তলাল লিখেছেন : ইংরেজিতে কথা বলল আর মনে হল উচু শ্রেনীর?

উচুশ্রেনী কি জানিনা। কিন্তু, ওনার ফোন, গাড়ি ছিলনা?

াআর হুদা হুদা টাকা দিবেন কেনো? বলতেন ঘড়ি বা এমন কিছু থাকলে বিক্রি করতে। আপনি কিনে নিতেন।

আর না হলে ওনার আত্নীয় স্বজন পরিচিত কাউকে ফোন করে হেল্প করতে পারতেন।



300616
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৫
কাহাফ লিখেছেন :
মানুষ বিপদে পড়তেই পারে কিন্তু এ ধরণের প্রতারণার শিকার হয়েই অনেকে বিপদগ্রস্থের কথা শুনেও এড়িয়ে যায়!
সচেতনতা বাড়াতে পোস্ট কাজে আসবে!!
300635
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : ২০০ টাকার বদলে ২০ টাকাতেই খুশী হয়ে গেল !
301350
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩৫
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File