মাহরাম বলতে কি বুঝায়?
লিখেছেন লিখেছেন মিশু ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০৫:০৭ সকাল
মাহরাম কারা?
আসসালামু'আলাইকুম।
ইসলামের বিধানগুলো শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রীক নয়। সবার চারিত্রিক অবস্থা ফিতরাতের আলোকে যাচাই করেই সব বিধান দেয়া হয়েছে। সালাত যেমন ইচ্ছে করলেই নিজের মত করে সাজিয়ে পড়তে পারি না,তেমনি পারিবারিক ও সামাজিক অবস্থানে শান্তি,সুন্দর পবিত্র পরিবেশ রাখার জন্য যে বিধান মহান আল্লাহ দিয়েছেন তা অবশ্যই সেইভাবেই আনুগত্য করতে হবে। আল্লাহ আমাদের সঠিক পথে চলার দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে পারি, সেই রকম আমলিয়াত,ঈমান দান করুন।
মাহরাম তারাই যাদের সাথে বিয়ে হওয়া স্থায়ীভাবে হারাম। তারা তিন শ্রেণিতে বিভক্ত:
এক. বংশীয় মাহরাম।
বংশীয় মাহরাম মোট সাত শ্রেণি:
১- মহিলার মূল যেমন, পিতা, দাদা, নানা। (যত উপরেই যাক)
২- মহিলার শাখা যেমন, পুত্র, পুত্রের পুত্র, কন্যার পুত্র। (যত নীচেই যাক)
৩- মহিলার ভাই। আপন ভাই বা বৈপিত্রেয় ভাই অথবা বৈমাত্রেয় ভাই।
৪- মহিলার চাচা। আপন চাচা বা বৈপিত্রেয় চাচা অথবা বৈমাত্রেয় চাচা। অথবা কোন মহিলার পিতা বা মাতার চাচা।
৫- মহিলার মামা, আপন মামা বা বৈপিত্রেয় মামা অথবা বৈমাত্রেয় মামা। অথবা কোন মহিলার পিতা বা মাতার মামা।
৬- ভাইপো, ভাইপোর ছেলে, ভাইপোর কন্যাদের ছেলে (যত নীচেই যাক)।
৭- বোনপো, বোনপোর ছেলে, বোনপোর কন্যাদের ছেলে (যত নীচেই যাক)।
দুই. দুধ খাওয়াজনিত মাহরাম।
দুধ খাওয়াজনিত মাহরামও বংশীয় মাহরামের মত সাত শ্রেণি। যাদের বর্ণনা উপরে চলে গেছে।
তিন. বৈবাহিক সম্পর্কের কারণে মাহরাম।
বৈবাহিক কারণে চার শ্রেণি মাহরাম হয়।
১- মহিলার স্বামীর পুত্রগণ, তাদের পুত্রের পুত্রগণ, কন্যার পুত্রগণ (যত নীচেই যাক)।
২- মহিলার স্বামীর পিতা, দাদা, নানা (যত উপরেই যাক)।
৩- মহিলার কন্যার স্বামী, মহিলার পুত্র সন্তানের মেয়ের স্বামী, মহিলার কন্যা সন্তানের মেয়ের স্বামী (যত নীচেই যাক)
৪- যে সমস্ত মহিলাদের সাথে সহবাস হয়েছে সে সমস্ত মহিলার মায়ের স্বামী এবং দাদি বা নানির স্বামী।
আজ আমাদের সমাজে মাহরামদের সাথেও দেখা যায় নীতিবহির্ভূত সম্পর্ক গড়ে উঠে এবং কোন কোন ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়। মাহরামদের সাথেও সতর ও পর্দার কিছু কিছু বিধান আছে যা না মানার কারনেই এমন ঘটনা ঘটে। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন।
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন