এই সপ্তাহের ছুটির দিনের আহবান।
লিখেছেন লিখেছেন মিশু ০৭ জানুয়ারি, ২০১৬, ১০:৪২:০৯ সকাল
আসসালামু’আলাইকুম
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কাফের যখন দুনিয়াতে কোনো পুণ্য কাজ করে, তখন বিনিময়ে তাকে দুনিয়ার (কিছু আনন্দ/খাবার জাতীয়) উপভোগ করতে দেওয়া হয়। (আর আখেরাতে সে এর কিছুই প্রতিদান পাবে না)। কিন্তু মু’মিনের জন্য আল্লাহ তা’আলা আখেরাতে তার প্রতিদানকে সঞ্চিত করে রাখেন এবং দুনিয়াতে তিনি তাকে জীবিকা দেন তাঁর আনুগত্যের বিনিময়ে।’’
অন্য এক বর্ণনায় আছে, ‘‘মহান আল্লাহ কোন মু’মিনের উপর তার নেকীর ব্যাপারে যুলুম করেন না। তাকে তার প্রতিদান দুনিয়াতেও দেওয়া হয় এবং আখেরাতেও দেওয়া হবে। কিন্তু কাফেরকে ভাল কাজের বিনিময়--যা সে আল্লাহর জন্য করে--দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়। এমন কি যখন সে আখেরাতে পাড়ি দেবে, তখন তার এমন কোনো পুণ্য থাকবে না যে, তার বিনিময়ে তাকে কিছু (পুরস্কার) দেওয়া যাবে।’’ (মুসলিম)
একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো। মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন
How can you get a wife when men can’t talk to women?Click this link
https://www.youtube.com/watch?v=wmNtnnRpFNE
Are You too Busy to Die?
https://www.youtube.com/watch?v=ZVCW6xXSS60
Plan Of Life - By Khalid Yasin
https://www.youtube.com/watch?v=TzJD284KKZ8
https://www.youtube.com/watch?v=DbPkbGV7ahI
http://www.youtube.com/watch?v=Lmq8flXotiI&sns=em
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহী খাইরান বোন তোমাকেও। মহান আল্লাহ আমাদের ঈমানের সঠিক স্তরে থেকে আমল করার তাওফিক দান করুন।
মন্তব্য করতে লগইন করুন