সামাজিক অশান্তি আমাদের কর্মের ফল - ১
লিখেছেন লিখেছেন সমাজকর্মী ১০ জানুয়ারি, ২০১৫, ০৮:৫৬:০৪ সকাল
দিন দিন পরিবার ও সমাজে অশান্তি বেড়েই চলেছে। কিন্তু কেন?এটি আসলে আমাদের কর্মের ফল। বিষয়টি সামাজিক দৃষ্টিকোণ চিন্তা করলে উত্তর বেরিয়ে আসবে। বাংলায় একটি প্রবাদ আছে: "যেমন কর্ম, তেমন ফল।' কথাটি মোটেও মিথ্যা নয়। আমরা যদি মানুষ সৃষ্টির প্রথমের ঘটনা দেখি, কি দেখতে পায়। আল্লাহ অাদম (আঃ) কে নিষেধ করেছিলেন একটি গাছের ফল না খাওয়ার জন্য কিন্তু আল্লাহর নিষেধ অমান্য করার কারণে মানব জীবনে প্রথম পরিবারে অশান্তির সূত্রপাত হয়। আজ সমাজে অশান্তি এতো বেড়ে গেছে কল্পণা করা য়ায় না।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন