আসুন থার্টি ফার্স্ট নাইটকে "না" বলি
লিখেছেন লিখেছেন আল আসাদ ৩১ ডিসেম্বর, ২০১৪, ১২:২৬:৫৫ দুপুর
আসুন থার্টি ফার্স্ট নাইটকে "না" বলি
■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■
■ আনাস (রা.) থেকে বর্ণিত:
“রাসূলুল্লাহ(সা.) যখন মদীনায় এলেন,
তখন তাদের দুটো উৎসবের দিন ছিল। তিনি বললেন,
এ দুটো দিনের তাৎপর্য কি? তারা বলল, জাহিলিয়াতের যুগে আমরা এ দুটো দিনে
উৎসব করতাম। রাসূলুল্লাহ(সা.) বললেন, আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন: ইয়াওমুদ্দুহা ও
ইয়াওমুল ফিতর।” (আবু দাউদ)
□ যারা বিজাতীয় সংস্কৃতি থেকে আমদানীকৃত
"থার্টি ফার্স্ট নাইট" কে উৎসব বা
উদযাপনের দিন ভাবেন তাদের জন্য এ হাদিসই যথেষ্ট।
■ এ দিনটি উদযাপনে এমন কোন কাজ
আছে কি,যা ইসলাম সমর্থন করে।
□ ওদের বর্ষবরণের পেছনে এমন একটা মানষিকতা কাজ করে, যা শিরকের পর্যায়ে গিয়ে ঠেকে।আসছে বছর তাদের জন্য কল্যান বয়ে আনবে এ বোধ থেকে তারা একে সেলিব্রেট করে। এছাড়া নিম্নের হাদিসগুলো কি বলে দেখুনঃ
■ রাসূল সাঃ ইরশাদ করেন,
যে গোষ্ঠী যাদের সাথে সাদৃশ্য বা সামঞ্জষ্যতা রাখবে তারা তাদের অন্তর্ভূক্ত হবে।
---(আবূ দাউদ)
□ অন্য হাদিসে এসেছে মুশরিকদের
সাথে একাত্মতা নয়,বৈপরিত্ব রক্ষা কর।
---(আবূ দাউদ)
■ অন্য হাদিসে এ্সেছে, তোমরা ইহুদীদের
বিপরিত কর।
---(বুখারী মুসলিম)
■□ তাই আসুন আমরা মুসলমানরা থার্টি ফার্স্ট নাইটকে "না" বলি।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন