শত্রু মিত্র

লিখেছেন লিখেছেন নীরব আক্তার ২৭ মার্চ, ২০১৫, ০১:২৪:৫৭ দুপুর

আমরা এত দিন জানি আমাদের পাশের প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু অর্থাৎ মিত্র ! কিন্তু বিগত ১৯ তারিখে সারা বিশ্বের মানুষ দেখলো ভারতীয়দের মিত্রামীর কাহিনী ।ভারতীয়রা ফেইসবুকে পেইজ খুলে আমাদের বাংলাদেশকে কাংলাদেশ বলে কটুক্তি করেছে বার বার ! তারা নাকি করুণা করেছিল বলেই বাংলাদেশ ক্রিকেট দল কোয়াটার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে ! হ্যাঁ আমাদের বাংলাদেশী ইউজাররা কিন্তু ওদের একটা কমেন্টের প্রতিবাদে একাধিক কমেন্ট করেছে ।আর ভারতীয় মিডিয়া তো লেগেই আছে আমাদের পিছে ।প্রসংগ রুবেল হোসাইন ধর্ষক ! আর ওদের কোহলি ধোয়া তুলসী পাতা ! ভারত কাল শোচণীয় ভাবে পরাজিত হয়েছে ।কিন্তু দোষ চেপেছে আনুস্কার ঘাড়ে ।আমরা আমাদের মিত্র রাষ্ট্রের বাঁশ দেওয়ার কাহিনী সকলেই জানি ।নিজেদের ধান ক্ষেত থেকে পাখির মত গুলি করে মিত্র রাষ্ট্রের নরপশু গুলো যখন আমাদের নিরহ মানুষ গুলো মারে তখন আমরা শুধু চেয়ে চেয়ে দেখি ! প্রতিবাদ কি করব ওরা তো আমাদের মিত্র ! প্রতিবাদ করলেই তো শত্রুতে পরিণত হবে ।আমাদের মিত্রদের রাষ্ট্র পেরিয়ে তবেই আমাদের চির শত্রু পাকিস্তানীদের বসবাস ! অতএব আমাদের শত্রুরা আমাদের কিছুই করতে পারবে না ।যেহেতু আমাদের মিত্ররা এতটাই উদার যে নিঃস্বার্থে আমাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে ।আমরা অবুঝ বাংলাদেশীরা ওদের এই উদারনীতি বুঝতেই পারি না ।জানি আমার হঠাৎ এমন একটা ব্লগ দেখে অনেকেই বলে বসবেন ! পাকিস্তানী দালাল ! কিন্তু আপনি হয়ত জানেন না আমি কতটা ঘৃণা করি আমাদের জাতীয় মিত্র এবং জাতীয় শত্রুদেরকে ।মিত্র রাষ্ট্রকে ঘৃণা করি এই কারণে যে ওরা মিত্র সেজে আমাদের প্রতিনিয়ত ক্ষতি করেই যাচ্ছে ।আমাদের সফলতায় ওরা হিংসায় জ্বলতে থাকে ।আর শত্রু রাষ্ট্রকে ঘৃণা করি শুধু ১৯৭১ সালের যুদ্ধের জন্য ।পরিশেষে বলব আপনি অবসরে একটু ভেবে দেখবেন তো আসলে আমাদের মিত্র এবং শত্রু প্রকৃত অর্থে কারা ?

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311340
২৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৪
নূর আল আমিন লিখেছেন : ভারত আমাদের ভণ্ডু
311345
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভারতকে আমারও পছন্দ নয়।
311347
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
নীরব আক্তার লিখেছেন : নূর ভাই ঠিকই বলেছেন ভারত আমাদের বন্ধু নয় ভণ্ডু !:D
311348
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১০
নীরব আক্তার লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি , আমি ও আপনার সাথে একমত !
311395
২৮ মার্চ ২০১৫ রাত ১২:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : যারা না বুঝে ৭১এর অবদানের কারণে ঢালাওভাবে ভারত কে সমর্থ করে এসেছে, খেলার মাধ্যমে তাদের টনক নড়েছে, আর যারা উগ্র সমর্থক, তারা লুঙ্গি খুলে নিয়ে গেলেও ভারতের প্রতি অন্ধ সমর্থন অব্যাহত রাখবে।

মন্তব্যের জবাব দেন না কেন???? লিখে দিয়ে দৌড় মারলে হবে? গঠনমূলক সমালোচনাও যে শোনা চাই!
311434
২৮ মার্চ ২০১৫ দুপুর ১২:৫১
নীরব আক্তার লিখেছেন : গাজী ভাই ঠিক বলেছেন ! আর গঠনমূলক সমালোচনা না হলে লেখার মান কেমন হচ্ছে বোঝা যায় না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File