তোরা যারা ভন্ড-প্রতারকের দল

লিখেছেন লিখেছেন ক্ষনস্থায়ী ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৯:২৩ সন্ধ্যা

নিজের নেইকো কোন নীতি, তোরা করিস রাজনীতি।

পরের পয়সা নিস পকেটে, জীবন গড়ার জন্যে,

তাতে তোদের মান যায়না, যাবে কিসে জন্যে?

তোরা সব ভন্ড-প্রতারকের দল।

বিদ্যা-বুদ্ধি নেইকো তোদের, বেশ ধরিস বুদ্ধিজীবীর

দেশ কি এখন আছে তোদের? হুস হবে কখন তোদের?

নিজের নেইকে কোন প্রেম, দেখাস আছে দেশপ্রেম

নীতি-নৈতিকতা রসাতলে, দেশে গেলে জাহান্নামে

তাতে তোদের সমস্যা কি?

তোরা সব ভন্ড-প্রতারকের দল।

ঈমান-জবান নেইকো তোদের, দেখাস বড় ঈমানদার

মুরতাদেরা এখন সম্মানিত, মুসলিমরা পায় গলাধাক্কা

ইসলাম যদি হয় অপমানিত, তাতে তোদের সমস্যা কি?

তোরা সব ভন্ড-প্রতারকের দল।

তোদের নিজের মাঝে নেই বিশ্বাস, পরেরে বলিস করতে বিশ্বাস

এভাবে কি চলেরে গর্ধভ, মানুষ করছে হাফিত্তেস

বাকশালীরা এখন বেজায় খুশি, বাকশাল এখন গনতন্ত্র

এভাবে যদি দেশ যায় রাসাতলে, তাতে তোদের সমস্যা কি?

তোরা সব জয়ধ্বনি কর!!

বিষয়: সাহিত্য

৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File