সরকারের ভুল বুঝাবুঝি তত্ত্ব আর চোরের মত বেঁধে রাখা বিজিবি সদস্য !!!
লিখেছেন লিখেছেন কমরেড মাহমুদ ১৮ জুন, ২০১৫, ০৫:২৯:০৭ বিকাল
পরিশ্রান্ত, নির্যাতিত এক মুরগী চোরের মত বেধে রাখা এই ব্যাক্তিটি আমাদের দেশের এক সময়ের বীর সীমান্তরক্ষী বাহিনী আজকের আপডেট ভার্সন বিজিবি...!!! গতকাল রাতে মায়ানমার বাহিনী আমাদের দেশের সীমানায় ঢুকে একজনকে হত্যা করে অন্যজনকে ধরে নিয়ে গেছে তাঁদের দেশে ...!! সেখানে নিয়ে এই বিজিবি সদস্যকে উলঙ্গ করে নির্যাতন করে চোরের মত নর্দমার পাশে বেঁধে রেখেছে .. !! লজ্জায় মাথা হেট হয়ে গেছে পুরো জাতির...!! এটা দেখার এখনও বাকি ছিল আমাদের....
কর্ণেল এম এম রহমান জানিয়েছেন, বুধবার ভোরে নাফ নদীতে নিয়মিত টহলের সময় হঠাৎ করেই বিজিবির ওপর ওপাশ থেকে গুলি ছোড়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। একজন বিজিবি সদস্য আহত হয়েছে, আরেকজন বিজিবি সদস্যকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মিঃ রহমান। দুই ষ্টার আলা সুবেদার র্যাংকের এই অফিসারের পরিহিত প্যান্ট খুলে এক প্রকার সারা জাতিকে উলঙ্গ করে দিয়েছে মায়ানমার। আর এই সরকারের হোম মিনিষ্টার বলে এটা নাকি নিছক ভুল বুঝাবুঝি, অসতর্কতায় গুলি বিনিময় ঘটে যাওয়া এক ঘটানা ...!!
তারমানে হোম মিনিষ্টার বলতে চাচ্ছে অসতর্ক ভাবে ঘুমের ঘোরে মায়ানমার বাহিনী আমাদের দেশে ঢুকে পড়ে...!! কিছু না বুঝে উঠতেই তাঁদের হাতের আঙ্গুল ট্রিগারে চাপ পড়ে যায়...!! ভুল বুঝতে পেরে ফিরে যাওয়ার সময় কিভাবে বিজিবি সদস্য তাঁদের সাথে চলে গেল তাঁরা নিজেরাও বুঝতে পারছেনা ..!! হায় রে নতজানু সরকার ...!!
এই বিজিবি অফিসারকে উদ্ধার করতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান করা পতাকা বৈঠকের কোন রেস্পন্স করেনি মায়ানমার..!! মানে বাংলাদেশকে কোনভাবেই গোনায় ধরতেছেনা মায়ানমার সরকার..!! যে মায়ানমার এক সময় আমাদের বিডিআর বাহিনীর ছায়া দেখলে প্যান্ট ভিজিয়ে ফেলতো আজ তাঁরা সরাসরি চোখের দিকে তাকিয়ে বুকের উপরে লাথি বসিয়ে দিচ্ছে ...
সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঘটনায় আমাদের দেশের মিডিয়া গুলোর অবাক করা নিরাবতা ...!! এই ছবি গুলো দিয়ে মায়ানমারের গ্রুপ গুলোতে হাঁসি তামাশা করা হলেও আমাদের দেশের কোন মিডিয়ায় দেশের এমন অপমানকর পরিস্থিতির কথা কোথাও ঠিকমত প্রচার করা হচ্ছেনা...!! এই এক ছবির জন্যেই মায়ানমারের দুই ব্যাটালিয়ন সদস্যকে বেঁধে নিয়ে আসা দরকার ছিল সরকারের। সীমান্তে গুলির জবাব হয় গুলি দিয়ে, ফুলের জবাব ফুল দিয়ে। এটা ভুলে গেলেই দেশের সার্বভৌমত্ব বলতে কিছুই থাকেনা।
দেশের সন্মান, ইজ্জত, সার্বভৌমত্ব রক্ষায় এমন নতজানু কোন সরকার থাকলে সামনে দেশর সার্বভৌমত্ব চরম সংকটে পতিত হবে ...!! সেই দিন খুবই নিকটে দেখতে পারছি ...
বিষয়: বিবিধ
২২১০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুরু তো শিষ্যকে একেবারে সব কিছু শেখায় না , কিছু গ্যাপ রাখে ।
শিষ্যেরা এখানেই ধরা খায়।
ভুল বোঝাবুঝি না উনারা আমাদের ভুল বোঝান। অপমানিত হওয়াই এই জাতির পরিণতি।
এক সময়ে বেরুবাড়ী সীমান্তে বাঘের গর্জনকারী বিডিআর এখনকার সময়ে ইদুরের বাচ্চার মত বিজিবিতে প্রবর্তন হয়েছে। ছিঃ লীগ, দেশের সম্মান মাটিতে লুটিয়ে দিলো।
মন্তব্য করতে লগইন করুন