সরকারের ভুল বুঝাবুঝি তত্ত্ব আর চোরের মত বেঁধে রাখা বিজিবি সদস্য !!!

লিখেছেন লিখেছেন কমরেড মাহমুদ ১৮ জুন, ২০১৫, ০৫:২৯:০৭ বিকাল



পরিশ্রান্ত, নির্যাতিত এক মুরগী চোরের মত বেধে রাখা এই ব্যাক্তিটি আমাদের দেশের এক সময়ের বীর সীমান্তরক্ষী বাহিনী আজকের আপডেট ভার্সন বিজিবি...!!! গতকাল রাতে মায়ানমার বাহিনী আমাদের দেশের সীমানায় ঢুকে একজনকে হত্যা করে অন্যজনকে ধরে নিয়ে গেছে তাঁদের দেশে ...!! সেখানে নিয়ে এই বিজিবি সদস্যকে উলঙ্গ করে নির্যাতন করে চোরের মত নর্দমার পাশে বেঁধে রেখেছে .. !! লজ্জায় মাথা হেট হয়ে গেছে পুরো জাতির...!! এটা দেখার এখনও বাকি ছিল আমাদের....

কর্ণেল এম এম রহমান জানিয়েছেন, বুধবার ভোরে নাফ নদীতে নিয়মিত টহলের সময় হঠাৎ করেই বিজিবির ওপর ওপাশ থেকে গুলি ছোড়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। একজন বিজিবি সদস্য আহত হয়েছে, আরেকজন বিজিবি সদস্যকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মিঃ রহমান। দুই ষ্টার আলা সুবেদার র‍্যাংকের এই অফিসারের পরিহিত প্যান্ট খুলে এক প্রকার সারা জাতিকে উলঙ্গ করে দিয়েছে মায়ানমার। আর এই সরকারের হোম মিনিষ্টার বলে এটা নাকি নিছক ভুল বুঝাবুঝি, অসতর্কতায় গুলি বিনিময় ঘটে যাওয়া এক ঘটানা ...!!

তারমানে হোম মিনিষ্টার বলতে চাচ্ছে অসতর্ক ভাবে ঘুমের ঘোরে মায়ানমার বাহিনী আমাদের দেশে ঢুকে পড়ে...!! কিছু না বুঝে উঠতেই তাঁদের হাতের আঙ্গুল ট্রিগারে চাপ পড়ে যায়...!! ভুল বুঝতে পেরে ফিরে যাওয়ার সময় কিভাবে বিজিবি সদস্য তাঁদের সাথে চলে গেল তাঁরা নিজেরাও বুঝতে পারছেনা ..!! হায় রে নতজানু সরকার ...!!

এই বিজিবি অফিসারকে উদ্ধার করতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান করা পতাকা বৈঠকের কোন রেস্পন্স করেনি মায়ানমার..!! মানে বাংলাদেশকে কোনভাবেই গোনায় ধরতেছেনা মায়ানমার সরকার..!! যে মায়ানমার এক সময় আমাদের বিডিআর বাহিনীর ছায়া দেখলে প্যান্ট ভিজিয়ে ফেলতো আজ তাঁরা সরাসরি চোখের দিকে তাকিয়ে বুকের উপরে লাথি বসিয়ে দিচ্ছে ...



সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঘটনায় আমাদের দেশের মিডিয়া গুলোর অবাক করা নিরাবতা ...!! এই ছবি গুলো দিয়ে মায়ানমারের গ্রুপ গুলোতে হাঁসি তামাশা করা হলেও আমাদের দেশের কোন মিডিয়ায় দেশের এমন অপমানকর পরিস্থিতির কথা কোথাও ঠিকমত প্রচার করা হচ্ছেনা...!! এই এক ছবির জন্যেই মায়ানমারের দুই ব্যাটালিয়ন সদস্যকে বেঁধে নিয়ে আসা দরকার ছিল সরকারের। সীমান্তে গুলির জবাব হয় গুলি দিয়ে, ফুলের জবাব ফুল দিয়ে। এটা ভুলে গেলেই দেশের সার্বভৌমত্ব বলতে কিছুই থাকেনা।

দেশের সন্মান, ইজ্জত, সার্বভৌমত্ব রক্ষায় এমন নতজানু কোন সরকার থাকলে সামনে দেশর সার্বভৌমত্ব চরম সংকটে পতিত হবে ...!! সেই দিন খুবই নিকটে দেখতে পারছি ...

বিষয়: বিবিধ

২২১০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326620
১৮ জুন ২০১৫ বিকাল ০৫:৪৩
হতভাগা লিখেছেন : বিএসএফের প্রশিক্ষন প্রাপ্ত বিজিবি এরা

গুরু তো শিষ্যকে একেবারে সব কিছু শেখায় না , কিছু গ্যাপ রাখে ।

শিষ্যেরা এখানেই ধরা খায়।
326621
১৮ জুন ২০১৫ বিকাল ০৫:৫৭
নূর আল আমিন লিখেছেন : দাদা// ব্যাপাৱ না। বাঘেৱ বাচ্চা যখন বিলাইৱ বাচ্চায় কনভাৰ্টেড হয় এমন হয়। আগে ছিলো বাঘেৱ বাচ্চা (বিডি-আৱ) এখন ভাৱতীয় প্ৰশিক্ষণ প্ৰাপ্ত ইন্দুৱেৱ বাচ্চা (বিগিবি)
১৯ জুন ২০১৫ রাত ০১:৫৬
269012
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়াও! সেরকম জবাব!!!
326622
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১১
শেখের পোলা লিখেছেন : প্রতিবাদ করা হয়ত বারণ আছে নয়ত স্বপ্নের রাডারে ধরা পড়ছে না, কিংবা চেতনা বিরোধী৷ কারণ ওরা জামাত করেনা,ওরা মুসলীম নয়৷
326634
১৮ জুন ২০১৫ রাত ০৮:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই হইল আমাদের স্বাধিন দেশ!!
ভুল বোঝাবুঝি না উনারা আমাদের ভুল বোঝান। অপমানিত হওয়াই এই জাতির পরিণতি।
326646
১৮ জুন ২০১৫ রাত ০৮:৩৪
নীলাঞ্জনা লিখেছেন : ৯০% মুমিনের বাংলাদেশে সীমান্ত অঞ্চলের সবাই যখন গরুচোর, ফেন্সিডিল চোরো, পেয়াজ চর, লবন চোর, শাড়ি চোর, লুঙ্গি চোর...... সেখানে পুলিশ/বিজিবি চুরি না করে থাকে কি ভাবে?
326650
১৮ জুন ২০১৫ রাত ১০:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এটা আমাদের জন্য লজ্জার
326651
১৮ জুন ২০১৫ রাত ১০:৩৪
আবু জান্নাত লিখেছেন : সরকার আর কত নিছক মানসিকতার পরিচয় দেবে!
এক সময়ে বেরুবাড়ী সীমান্তে বাঘের গর্জনকারী বিডিআর এখনকার সময়ে ইদুরের বাচ্চার মত বিজিবিতে প্রবর্তন হয়েছে। ছিঃ লীগ, দেশের সম্মান মাটিতে লুটিয়ে দিলো।
326652
১৮ জুন ২০১৫ রাত ১০:৩৯
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো
326671
১৯ জুন ২০১৫ রাত ০১:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : Sad Sad ধন্যবাদ
১০
326677
১৯ জুন ২০১৫ রাত ০১:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নতজানু, জি হুজুর নীতির কারণে এই অপমান।। অনেক ধন্যবাদ
১১
326758
১৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
ইসলামী দুনিয়া লিখেছেন : উৎসের লিংকগুলো থাকলে দিতেন?
১২
326864
২০ জুন ২০১৫ দুপুর ০২:০৭
কমরেড মাহমুদ লিখেছেন : এদুদিন লিঙ্ক ছিলনা। আমি মায়ানমারের কিছু গ্রুপে ছবি দুটি পেয়ছিলা। তবে আজ লিঙ্ক হয়েছে। আমাদের প্রচার করা ছবিটি নিয়ে আজ প্রথম আলো রিপোর্ট করেছে . প্রথম আলোর রিপোর্ট দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File