র্নিলজ্জ গণতন্ত্রী দাবীদার!!
লিখেছেন লিখেছেন সচেতন মন্তব্যী ২৬ ডিসেম্বর, ২০১৪, ০২:১৬:০৫ রাত
বর্তমান শাসকশ্রেণি কতইনা নিঃস্বার্থ সত্যাশ্রয়ী!!সত্যবাদী!!!
সংবিধানের মূল অনুচ্ছেদের বহু বিধানকে তাহারা মানছেনা। গণতন্ত্র আমাদের সংবিধানের একটি মৌলিক বিধান। সরকার যতই শক্তিশালি ও ক্ষমতাধরই হোক না কেন সংবিধানের প্রতিটি বিধান অনুসরণ করে তাদের দেশ চালাতে হবে।বিশেষ করে সংবিধানের এই মূলমন্ত্র তথা 'গণতন্ত্র' মেনে বা মানতে বাধ্য হয়ে দেশ পরিচালনা করতে হবে। প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলকে তাদের স্বাধিন মতামত ব্যক্ত করার, রাজনৈতিক কর্মকান্ড পালণ করার সুযোগ দিতে হবে। অন্যান্য সাধরন নাগরিকের চাইতেও বেশি দায়বদ্ধতার সাথে সরকারকে সংবিধানের অনুগত্যশীল হতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সংবিধানের উপর হাত রেখে শপথকারী সকল সরকারী কর্তৃপক্ষ এই মহান সংবিধানকে অকাতরে অমান্য করে বিরোধী রাজনৈতিক দলের প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডকে রদ করে দিচ্ছে। আর জনশৃংখলার ও গণতন্ত্র রক্ষার মিথ্যা অজুহাতে প্রসাশন যন্ত্রকে অন্যায়ভাবে ব্যাবহার করে প্রকারান্তরে তাহারা গদি রক্ষা করে চলছেন। সেজন্য এ সরকারকে একটি র্নিলজ্জ গণতন্ত্রী দাবীদার বলা যায়।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন