উপলব্ধি ......!!!

লিখেছেন লিখেছেন মুহাম্মদ বিন সিরাজ ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৪:১৩ সকাল

তখনো মাগরিবের আজান হয়নি । হাতিরপুল থেকে রিক্সায় উঠে বাসার দিকে রওনা দিলাম । জরুরি কাজ থাকায় মনস্থির করলাম বাসায় গিয়েই নামাজ পড়ব । কিছু দূর যেতেই মাগরিবের আজান হল । রিক্সাওয়ালা একটি মসজিদের সামনে রিক্সা দাড় করিয়ে খুব বিনয়ের সাথে যেন অনেকটা অপরাধীর মত বলল , "মামা , যদি অনুমতি দিতেন নামাজটা পড়ে নিতাম " । রিক্সাওয়ালা মামার এমন আবদারে আমি খুব লজ্জা অনুভব করলাম । নিজেকে যেন একটু অপরাধিই মনে হল । মনে মনে পুলকিত হলাম এই ভেবে , এমন একজন গরীব অভাবী মানুষ এত কঠোর পরিশ্রম করার পরেও নামাজ ছেড়ে দেয়নি । অথচ কতজনকেই তো দেখি হেলায় খেলায় নামাজ রোজা ছেড়ে দিতে । তারপর আমরা দুইজন এক সাথে মসজিদে প্রবেশ করলাম ।

মসজিদ থেকে যখন বের হলাম তখন জনৈক উর্দূ সাহিত্যিকের একটি বিখ্যাত গল্প মনে পড়ে গেল । গল্পটি ছিল এমন , "একবার এক ভদ্রলোক তার নিজস্ব গাড়িতে করে সিনেমা দেখতে যাচ্ছিল । পথিমধ্যে নামাজের সময় হওয়ার ড্রাইভার সাহেবকে বলল , মুহতারাম , নামাজের সময় হয়েছে যদি একটু অনুমতি দিতেন তাহলে নামাজটা পড়ে নিতে পারতাম । এতে সাহেব খুব বিরক্ত হল । কারণ সে অনেক টাকা দিয়ে সিনেমার টিকিটটি সংগ্রহ করেছে । দেরি হলে তার পয়সাটাই লস হবে । কিন্তু ধর্মীয় বিষয় তাই সে নিষেধও করতে পারছে না । তাই সে খুব রাগান্বিত হয়ে অনুমতি দিল । ড্রাইভার খুশি মনে নামাজ পড়তে চলে গেল । এদিকে নামাজ শেষে সবাই মসজিদ থেকে বের হচ্ছে কিন্তু ড্রাইভার বড্ড দেরী করছে । সাহেব চরম রাগান্বিত হয়ে ড্রাইভারের খোঁজ করতে মসজিদের জানালার পাশে গিয়ে দাঁড়ালো । সে তাকিয়ে দেখল ড্রাই বসে বসে হাতের আঙ্গুলে কি যেন গুনতেছে । এতে সাহেব তাকে চোর বলেই ভেবে নিল । ভাবল তার অনুপস্থিতিতে সে নিশ্চয় তার গাড়িতে অতিরিক্ত ভাড়া খাটায় । এখন সে হয়ত তাই হিসেব করছে । বাইরে দাঁড়িয়ে সাহেব খুব কর্কশ ভাষায় ড্রাইভারকে ডাকল , ওরে বেকুব ! কোন মহা শক্তি তোমাকে টেনে ধরেছে যে তুমি বের হতে পারছ না ? তাসবিহ যপরত ড্রাইভার সাহেবকে বলল , মুহতারাম , যে বিশেষ শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেয়নি সেই এমনি একটি মহা বিশেষ শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না । "

ঢাকা শহরকে আমরা মসজিদের শহর বলে থাকি । এখানের মিনার গুলোতে দৈনিক পাঁচবার সুললিকন্ঠে আজান ধ্বনিত হয় । কতশত মানুষ সেই সুমধুর আজানের ধ্বনি শোনে । মসজিদের সামনে দিয়ে চলাফেরা করে । কিন্তু সেই বিশেষ শক্তি কতজনকে মসজিদে ঢুকাতে পারে ? হয়ত এমন সৌভাগ্য গুটি কয়েকজন মানুষের পক্ষেই নসিব হয় ! আর অধিকাংশই আজাজিলের ডাকে সাড়া দিয়ে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হয় ।

এ মানুষটির দিকে কতগুলো চোখ করুণ চোখে তাকিয়ে আছে । সেই চোখ গুলোর চাহিদা পূরণ করতে এই মানুষটি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খেয়ে না খেয়ে প্রতিনিয়ত নিদারুণ পরিশ্রম করে যাচ্ছেন । একদিন পরিশ্রম না করলে তাকে না খেয়ে থাকতে হবে । তবুও তিনি এক মুহুর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল হননি । অথচ অনেকে অনেক সুখে থাকার পরেও আজাজিলের ঐ বিশেষ শক্তি তাকে এতটাই মোহগ্রস্থ করে রেখেছে যে সে মহান আল্লাহকে স্মরণ করার এতটুকু সময়ও পাননা ।

ইসলাম কখনো দুনিয়াকে ভুলে শুধু দ্বীন নিয়ে পড়ে থাকতে বলেনি । বরং ইসলাম সবকিছুতেই একটি চমৎকার ভারসাম্য রক্ষা করেছে । "তোমরা নামাজ শেষ করে জীবিকার জন্য জমিনে ছড়িয়ে পড়"। এমন ভারসাম্যপূর্ন কথা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কি বলতে পেরেছে ? কিন্তু আমাদের বড় ব্যর্থতা হল আমরা দ্বীন ও দুনিয়াকে একেবারে আলাদা করে ফেলেছি । এ দুটি কখনই আলাদা নয় । একটিকে বাদ দিয়ে অন্যটি অর্থহীন । তাই দুনিয়াকে বাদ দিয়ে যেমন দ্বীন চলে না তেমনি দ্বীনকে বাদ দিয়ে দুনিয়াকে কল্পনা করা যায় না । উভয়ের মধ্যে যখন কেউ ভারসাম্য রক্ষা করে চলতে পারে তখনই কেবল সে সফলতার পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারে । তাইতো মহান মালিক আমাদের শিখিয়ে দিয়েছেন , "হে আল্লাহ , আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন ..."

এমন নামাজী রিক্সাওয়ালা ও আল্লাহ ভীরু দিনমজুর ভাইদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে .......

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297187
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৯
কাহাফ লিখেছেন :
সুন্দর শিক্ষামুলক দরদী উপস্হাপনা!
অনেক ভাল লাগল! আল্লাহ যেন আমাদের কে উদ্দিষ্ট্য বিষয় যথাযথ ভাবে আদায় করার তৌফিক দেন, আমিন!!
০৮ জুলাই ২০১৫ সকাল ০৮:২২
271280
মুহাম্মদ বিন সিরাজ লিখেছেন : আমিন .....!!!
297202
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১২
আফরা লিখেছেন : হেদায়াত সবাই পায় না আল্লাহ যাকে দেণ সেই পায় এ অমূল্য রতন ,সে রাজা ও হতে পারে আবার রিস্কা ওয়ালাও হতে পারে । ধন্যবাদ ভাইয়া শেয়ারের জন্য ।
297695
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : যদিও তোর লিখাটি ফেবুতে একবার পড়েছি, তবু আবারো পড়লাম, সুন্দর উপলব্দির উপস্থাপনা অত্যন্ত সুন্দর হয়েছে। ফেবু নয়, ব্লগে সরব পদচারণা কামনা করছি।
০৮ জুলাই ২০১৫ সকাল ০৮:২৩
271281
মুহাম্মদ বিন সিরাজ লিখেছেন : জি বস, কামনা অব্যাহত রাখ ………
301621
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫০
মুক্তভাবনা লিখেছেন : সুন্দর মনের মানুষরাই সুন্দর জিনিস উপলব্দি করতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার এমন সুন্দর সুন্দর অনূভূতি জানার অপেক্ষায়.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File