বৃক্ষের ক্রন্দন

লিখেছেন লিখেছেন নাদিয়া মাহতাব ২১ ডিসেম্বর, ২০১৪, ১১:০২:০৯ সকাল

আমি সবুজেই বাচি,

সবুজেই আমার বসবাস

হিমেল হাওয়া আমার নিঃশ্বাস।

এইযে নদী..

নদীর জল,

আমার বাচার অবলম্বন,

আমার জীবন।

কিন্তু একি..!

আমার গলাটা অমন শুকিয়ে আসছে কেন?

আমার সবুজ পাতা ফিকে হচ্ছে কেন?

আরে!...

নদীতে এসব কি ভাসছে?

কেমন কালো কালো..

তেল চিটচিটে সব...!

আহ্..!

আমাকে বাচাও তোমরা..

এইকি দিলে তোমরা তোমাদের সুখ দেবার প্রতিদান?

হায়রে মানুষ..!

সত্যিই তোমরা বড়ই পাষান,

হৃদয়হীনতায় অতুলনীয়!

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File