আজও ভালোবাসি তোমায়
লিখেছেন লিখেছেন মিলন খন্দকার ২১ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৯:৩৪ সকাল
বেলাতে কিংবা সাঁঝে,
যেখানেই থাকি,
খুঁজে পাই তোমাকে সুখ-স্বপনের মাঝে।
আলো বা আঁধারে,
নদী কিংবা পাহাড়ে,
তুমি যেন আছো মিশে মনের সীমানায়,
দূরে বহুদূরে,
সারা পৃথিবীটা ঘুরে,
বারবার শুধু ফিরে আসি তোমারই কিনারায়…
তুমি আমার চঞ্চলতা,
প্রতিটি কাজে,
যেখানেই থাকি,
তোমাকেই খুঁজে পাই সুখ-স্বপনের মাঝে…
জোছনা রাতে,
চাঁদেরই সাথে,
পাশে থাকো তুমি আমার গল্প-সাথী হয়ে,
তোমারই হাসিতে,
বাতাসের বাঁশীতে,
ভালোবাসা নাচবে তোমার শাড়ির আঁচল বয়ে…
তুমি আমার স্বর্গ-গন্ধ্যা,
মনেরই ভাঁজে,
যেখানেই থাকি,
তোমাকেই খুঁজে পাই সুখ-স্বপনের মাঝে…
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন